১২ t গোবিন্দলাল ইতস্ততঃ করিতে লাগিলেন। রোহিণী বলিল, “বলুন না ?” গো । তার পর, তোমাকে এদেশ ত্যাগ করিয়া যাইতে হইবে। রো। কেন ? গো। তুমি আপনিই ত বলিতে ছিলে, তুমি এদেশ ত্যাগ করিতে চাও। রো। আমি বলিতেছিলাম লজ্জায়, আপনি বলেন কেন ? গো। তোমায় আমায় আর দেখা ७नीं न झग्न । রোহিণী দেখিল, গোবিন্দলাল সব বুঝিয়াছেন। মনে মনে, বড় অপ্রতিভ হইল-বড় সুখী হইল। তাহার সমস্ত যন্ত্রণ ভুলিয়া গেল। আবার তাহার বঁচিতে সাধ হইল। আবার তাহার দেশে থাকিতে বাসনা জন্মিল। মনুষ্য বড়ই পরাধীন । রোহিণী বলিল, “ আমি এখনই गाहे उ ब्राछि अश्।ि किढ ८कोर्थाग्न যাইব ? গো । কলিকাতায় । সেখানে আমি আমার একজন বন্ধুকে পত্র দিতেছি। তিনি তোমাকে এক খানি বাড়ী কিনিয়া দিবেন, তোমার টাকা লাগিবে না। রো। আমার খুড়ার কি হইবে ? कुक्षकां८छङ्ग फेईल । (ππα ήπ, δαι, ετε ! গো । তিনি তোমার সঙ্গে যাইবেন, নহিলে তোমাকে কলিকাতায় যাইতে বলিতাম না । - রো। সেখানে দিনপাত করিব কি প্রকারে ? গো । আমার বন্ধু তোমার খুড়ার একটি চাকরি করিয়া দিবেন। রে। খুড়া দেশত্যাগে সন্মত হইবেন কেন ? গো। তুমি কি তাহাকে এই ব্যাপারের পর সম্মত করাইতে পারিবে না ? রো। পারিব । কিন্তু আপনার জ্যেষ্ঠভাতকে সম্মত করিবে কে ? তিনি আমাকে সহজে ছাড়িবেন কেন ? গো । আমি অনুরোধ করিব। রে। তাহা হইলে আমার কলঙ্কের উপর কলঙ্ক। আপনারও কিছু কলঙ্ক। গো । সত্য। তোমার জন্য, কর্তার কাছে, ভ্রমর অনুরোধ করিবে। তুমি এখন ভ্রমরের অনুসন্ধানে যাও । তাহাকে পাঠাইয়া দিয়া, আপনি এই বাড়ীতেই থাকিও । ডাকিলে যেন পাই। রোহিণী সজলনয়নে গোবিন্দলালকে দেখিতে দেখিতে ভ্রমরের • অনুসন্ধানে গেল। এই রূপে, কলঙ্কে, বন্ধনে, রোহিণীর প্রথম প্রণয় সম্ভাষণ হইল।
পাতা:বঙ্গদর্শন-পঞ্চম খন্ড.djvu/১৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।