•२४8 ) চেষ্টা পাইয়াছিলেন, কিন্তু রজনী যাইতে স্বীকার করেন নাই । যাহা হউক রজদীর দেশান্তর গমনের সংবাদ শুনিয়া, কুমুদিনীর মাতা নিত্যস্ত কাতর হইলেন। হরিনাথ বাবু দেশে দেশে লোক প্রেরণ . করিলেন কিন্তু কোন সংবাদ পাষ্টলেন না। র্তাহার বাটতে সকলেই নিরাননা -- সকলেই নিরুৎসাহ ;–হরিনাথ ৰাবু চিন্তিত, কুমুদিনী গম্ভীর, তাহার মাত! কান্তর ; রজনীকান্তের জন্যই হউক বা জন্য কোন কারণেই হউক তাহার মাতা দিন দিন অতিশয় কুশ এবং দুৰ্ব্বল হইতে লাগিলেন,অবশেষে শয্যাশায়ী হইলেন । গ্রাম্য কবিরাজ কিছুদিন চিকিৎসা করিল, কিন্তু কোন ফল দশিল না ; সকলে ভাল ডাক্তার দ্বারা চিকিৎসা কর;ষ্টতে পরামর্শ দিল । কিন্তু ভাল ডাক্তার ত সেখানে নাই—কি উপায় হইবে, কুমুদিন বড় ব্যস্ত হইলেন । হরিনাথ বাবু কিছু স্থির করিতে পরিলেন না, আত্মীয় দিগের সহিত পরামর্শ করিলেন, তাহা দিগের মধ্যে শরৎকুমার পরম অস্ত্রীয়, মথন্ধে জামাতা,-সন্তানের ন্যায় স্নেহভজন, অতি তীক্ষু বুদ্ধিশালী ; শরৎ কুমারকে একবুর আমিতে বলিয়। পাঠাইলেন। একদিন প্রান্তে শরৎকুমার আসিলেন। হরিনাথ বাবু তাহাকে দেখিরা বড় মুণী হইলেন এবং তাহার সাহস বৃদ্ধি হইল। বলিলেন, “তোমার শ্ব শুড়ী মরণাপন্ন, ভালরূপ চিকিৎসায় কোন উপায় দেখিতেছি না, তিনি কাণপামে শৈশব সহচরী । yt যাইস্তে নিস্তান্ত মানস করিয়াছেন । তুমি বাপু একবার কুমুদিনীর সহিত পরামর্শ করিয়া যা হয় একটা স্থির কর, আমি কিছু বুঝিতে পারিতেছি না "s : যে দিবস কুমুদিনী শরৎকে বলিয়া-' ' ছিলেন “যদি তোমার কাছে আমি আত্মসমর্পণে স্বীকৃত হইয়া থাকি, তবে সে অঙ্গীকার বিস্কৃত হও ” সেই দিবস হইতে শপৎকুমার আর কুমুদিনীর সহিত সাক্ষাৎ করেন নাই। আজ কুমুদিনীর সহিত সাক্ষাৎ হইবে, ইহাতে মনে কত প্রকার ভাবের উদয় হইতে লাগিল । কখন মনে হইতে লাগিল, হয়ত কুমুদিনী সত্য সত্য র্তাহাকে ভাল বাসে,—কোন বিশেষ কারণ বশতঃ সে দিবস তাহাকে রূঢ বাক্য বলিয়াছিল । রজনীকান্তের বিষয়েব তিনি অধিকারী হইয়াছেন বলিরা রজনীর প্রতি কুমুদিনীর দয়া জন্মিয়াছিল, সেই জন্য ক্ষণিক তাহার প্রতি অস্নেহ জন্মিয়ছিল ; বোধ হয় এক্ষণে সে ভাব অন্তহতি হইরা থাকিবে, এবীয় হয় ত কত আদর করিবে—হয় ত বিবাহে সন্মতা হইবে। আবার ভাবিলেন, কুমুদিনী ধনধানকে ভাল বাসে না, দরিদ্রকে ভাল লাগে --রজনী এখন দরিদ্র—হয় ত ' তাহাকে ভাল বাসে, হয় ত তাহাকে বিবাহ করবে। কিন্তু রজনী ত দেশান্তরী —দেশান্তরী-বটে, সেই জন্য ত আরো বিপদ; রজনী দরিদ্র, রজনী পীড়িত, রজনী মনোদুঃখে দেশান্তরী—কুমুদিনীর কি দয়ার শেষ আছে, রঞ্জনীব প্রতি b
পাতা:বঙ্গদর্শন-পঞ্চম খন্ড.djvu/১৭৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।