s२४8 ।) যে মাত্র বিষে মরিয়া থাকে বিড়াল ও বেজি সেই মাত্রা বিষ সহ করিতে পারে। কুকুর ও বিড়াল মধ্যে যদি এরূপ প্রভেদ থাকে তবে মনুষ্যের সম্বন্ধে যে কিছুই প্রভেদ নাই ইহার নিশ্চয়তা কি ? কোন কোন বিজ্ঞানবিৎ পণ্ডিতেরা বলেন যে সর্পবিষে লবণাক্ত একপ্রকার দ্রব্য আছে (Sulphocyanide of potassium) caề দ্রব্য মনুষ্যনিষ্ঠীবনে পাওয়া যায়। যদি এ কথা সত্য হয় তাহা হইলে সর্পবিষের ক্রম ছাগাদির শরীর অপেক্ষা আমাদের দেহে কিঞ্চিৎ স্বতন্ত্র হওয়া সম্ভব । কেন না পরীক্ষায় দেখা গিয়াছে সবিষ সৰ্প ংশনে সবিষ সৰ্প সচরাচর মরে না । কেউটিয়ার দংশনে কেউটিয়: কখন মরে না কিন্তু কেউটিয়ার দংশনে গোখুরা কথন কখন মরে । যাহার নিজের বিষ আছে সে জন্তু অন্তের বিষ কতক সহ্য করিতে পারে । আমরা এমন বলিতেছি না যে মনুষ্যের বিষ আছে বা সেই জন্ত মমুয্য সর্পবিষ সহ করিতে পারে; আমাদের এই মাজু বক্তব্য যে যদি মনুষ্যমুখে পূৰ্ব্বোক্ত লবণাক্ত দ্রব্য থাকে তাহ। হইলে ছাগাদির দেহে বিষক্রিয়া যেরূপ হয় আমাদের শরীরে সেরূপ ন হইতে পারে। ডাক্তার ফেরার সাহেব ছাগদির শরীরে বিষক্রিয়া পরীক্ষা করিয়া আমাদের শরীরে যে সেই ক্রিয় অনুভব করিয়াছেন তাহা অভ্রান্ত না হইলে না হইতে পারে। বিশেষতঃoমমুষ্যের মধ্যে ৰাহীর অহিফেণ বা আফিং ব্যবহার সর্পবিষ চিকিংলা । 为冷● করিয়া থাকেন তাহীদের শরীরে বিষক্রিয়া স্বতন্ত্র। তাহারা অনায়ালে কিয়ংশ বিষ সহ করিতে পারেন, এমন কি শুনা যার তাহদের মধ্যে দুই এক, জন সন্ন্যাসী কেটার মধ্যে সর্প পালন করিয়া থাকেন, যে দিবস আফিং সংগ্ৰহ করিতে না পারেন সেই দিবস সপকে উত্তেজনা করিয়া আপন শরীরে বিষ গ্রহণ করেন বিষের দ্বারা তাহীদের কেবল অহিফেণের অভাব পূরণ হয় মাত্র কোন अनिछे झग्न नl ।। ७ई मरुण कांब्रt१ বলিতেছিলাম ছাগাদির শরীরে বিষ পরীক্ষা করিয়া মনুষ্যদেহে তাহার ফল অনুভব করা অমুচিত। এ স্থলে সৰ্প-ঔষধের সাপক্ষে এই তর্ক করা যাইতে পারে যে, যে ঔষধে ছাগ বাচিল না সে ঔষধে মমুয্যও যে বাfচবে না তাহার নিশ্চয়তা কি ? দ্রব্যগুণ সকল জস্তর প্রতি সমভাবে খাটে না, যে দ্রব্যের কোন ক্রিয় ছাগশরীরে লক্ষিত হয় না সেই দ্রব্য হয় ত কুকুর শরীরে বিষডুল্য, মনুষ্যদেহে ঔষধ হইতে পারে। আর এক কথা আছে। সর্পদষ্ট হইলে কুকুট যত শীঘ্ৰ মরে কুকুর তত শীঘ্ৰ মরে না,আবার কুকুর অপেক্ষ ঘোটক আরও বিলম্বে মরে । অর্থাৎ বৃহৎ দেহেয় রক্ত বিষাক্ত হইতে বিলম্ব হয়, যে স্থলে রক্ত অধিক এবং বিষ অল্প সে স্থলে ঔষধের ফল কি হয় তাহ পরীক্ষা করিতে বাকি আছে। ফেরার সাহেবের পরীক্ষায় এ বিষয়ে গুরুতর দোষ আছে। কুকুর ও
পাতা:বঙ্গদর্শন-পঞ্চম খন্ড.djvu/১৮৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।