28, অস্তঃকরণে স্বাধীন চিন্তার উদয় হয়। ঐ চিন্তা দ্বারা ক্রমশঃ প্রবৃত্তি সমূহ উত্তেজিত হইয়া আচার ব্যবহার সংস্করণ কাৰ্য্যে নীত হয়। এইরূপে দেশে সমাজবিপ্লব ঘটে এবং তাহার সঙ্গেই রাজকীয় দোষের আলোচন ও সংশোধনের চেষ্টা হইতে থাকে। সকল লোকের একাগ্রত। জন্মে। রাজা প্রতিবাদী হইলে পদচ্যুত হন, উচ্চ শ্রেণীর লোকের অপদস্থ অথবা তাড়িত হন। সুতরাং রাষ্ট্রবিপ্লব ঘটিয়া যায়। কখনও বা সমাজবিপ্লব পরে ঘটে। কেবল রাজ অত্যাচারে উৎপীড়িত হইয়া উচ্চ শ্রেণীর লোকেরা প্রজাপুঞ্জের সহায়তায় শাসনপ্রণালীর পরিবর্তন করেন । কোনই স্থলে প্রজারা ধনাঢ্যদিগের সহায়তায় কি বিন সাহায্যে বিপ্লব উপস্থিত করে। ক্রমে নূতন পদ্ধতিতে সমাজ ংস্থাপিত হইতে থাকে। প্রথমে ইংলণ্ডের নর্মান বংশীয় রাজার উচ্চ ও ধনাঢ্যদিগের সহায়তার রাজকাৰ্য্য নিৰ্ব্বাহ করিতেন। ধনাঢ্য ভূম্যধিকারীর রাজবলকে সঙ্কোচিত রাখিয়াছিল। তাহাদিগের অমতে রাজা কিছুই করিতে পারিতেন না। রাজা জন, তাহাদের প্রভাবে প্রজাদিগের কথঞ্চিৎ স্বাধীনতা দিতে বাধ্য হইয়াছিলেন । ফলতঃ রাজা প্রজী উভয়ে ভূম্যধিকারীদিগের সহায়সাপেক্ষ ছিলেন। যেদিকে তাহারা থাকিত সেইদিকেই জয় । কলিক্রমে ভূম্যধিকারীর রাজাকে বাধ্য রাখিতে চেষ্টা করিতে লাগিলেন; ভূম্যধিকারীতে রাষ্ট্রবিপ্লব। t و ۹ د؟»fa R ب۹) ভূম্যধিকারীতে ঈর্ষ্য ও বিবাদ উপস্থিত হইতে লাগিল; “গোলাপের যুদ্ধ” নামক বিবাদে নর্মান বংশীয়গণ দুই দলে বিভক্ত হইল। ঐ বিবাদের অবসান হইতেই ভূম্যধিকারীর প্রায় উন্মুলিত ও ধরাশায়ী হইলেন। অবশিষ্ট যাহার রছিলেন তাহারা নিস্তেজ ও ধনহীন হইলেন । রাজার একাধিপত্য হইল। টুডর বংশীয় রাজার প্রজাদিগের উপর অত্যাচার করিতে আরম্ভ করিলেন। প্রজারা সহ করিল। তৎপরে ইয়ার্ট বংশ। তাহার আরও অত্যাচারী। ইতিমধ্যে বিদ্যাচর্চা দ্বারা জানোন্নতি হইতে লাগিল। নূতন ধৰ্ম্মসংস্থাপন দ্বারা প্রজারা ঐকমত্য লাভ করিল—অধ্যবসায় বৃদ্ধি হইল। প্রজার চকু ফুটিল। তখন রাজা প্রথম চার্লস্ । পদে২ প্রজারা তাহাকে অবরুদ্ধ করিল। যুদ্ধ উপস্থিত হইল। সেই যুদ্ধে ইংলণ্ডের গৃহে২ অনল জলিল । রাজা মিথ্যাবাদী, রাজা ধনলোভী, রাজা স্বয়ং বিধিবিহীন, স্বেচ্ছাচারী, তথাচ রাজা সাক্ষাৎ দেবতা । বড় লোকের রাজার দোষ দেখিতে পাইলেন না। আর পাইবেনই বা কেন । রাষ্ট্রবিপ্লব হইলে সমাজবিপ্লব হইবে; তাহাদিগের ধন, মান, কুল, সকলই যাইবার সম্ভাবনা ঘটিবে । রাজদও লৌহের হইলেও রাজদণ্ড, তাহার আঘাত সহনীয়। মুর্থ ইতর লোকের আঘাত কি সহ হয় ? ওপক্ষে প্রজাসাধারণ ক্লেশের সীমান্ত লাভ করিয়াছিল। যুদ্ধে জয় হয় ভাল, না হয় অধিক
পাতা:বঙ্গদর্শন-পঞ্চম খন্ড.djvu/১৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।