পাতা:বঙ্গদর্শন-পঞ্চম খন্ড.djvu/১৯১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

సెly ৩। দশটি রক্তজবার তাজী পাতা ७ धूङ्ञान्न भून ७कत्व गर्कन कब्रिग्रा शृङ বা পানের রস অথবা দুগ্ধের সহিত । . ৪ । সেওড়ার পাতা, ডাটা, মূল । ৫ । আমরুলের রস । ৬। সজিনার মূলের ছাল । ৭ । তেলাকুচের পাতা গোলমরিচেয় সহিত । b 1 き(53 পাতা গোলমরিচের সহিত । ৯ । ছোট শিমুল গাছের পাতার রস । এই সকল ঔষধের উপর কেন নির্ভর করা যাইবে এবং ইহা কিরূপ পরীক্ষিত হইয়াছে তাহা গ্রন্থকার একেবারে লিখেন নাই। পূৰ্ব্বে উল্লেখ করা হইয়াছে যে বিশেষ পারদর্শিগণ পরীক্ষা করিয়া স্থির করিয়াছেন যে সর্পবিষের ঔষধ নাই। উহাদের পরীক্ষার পর বিশ্ববিয চিকিৎসা লিখিত হওয়ার আমরা মনে করিয়াছিলাম গ্রন্থকার তাহীদের মতখণ্ডন করিয়াছেন এবং সর্পবিষের যে ঔষধ আছে ইহা বিশেষরূপে প্রতিপন্ন করিয়াছেন কিন্তু সে বিষয়ে আমরা নিরাশ হইলাম। গ্রন্থকার বোধ হয় পুৰ্ব্ব পরীক্ষীর কথা অবগত নহেন । অথবা তিনি মনে করিয়া থাকিবেন যে তাহার লিখিত ঔষধ পূৰ্ব্বে পরীক্ষিত হয় নাই এই জন্য র্তাহার এ বিষয়ে গ্রন্থ লিখিবার অধিকার আছে । কিন্তু থানাটোকিডিয়া strs fifrs sistatte co “To concieve of an antidote, in the true sense दश्रण*ॉन । । ( ভাদ্র of the term, to snake-poison one must imagine a substance so subtle as to follow, overtake and neutralize the venom in the blood, or that shall have the power of counteracting and neutralizing the dcadly influence, it has exerted on the vital forces. Such a subs tance has still to be found and our present experience of the action of drugs does not lead to hopeful anticipation that we shall find it." বিশ্ববিষ চিকিৎসা লেখক কি মনে করেন যে, এই সকল গুণ তাহার লিখিত ঔষধে পাওয়া যাইতে পারে, অথবা এ সকল গুণ সপৌষধে অনাবশ্যক ? ডোরবন্ধন, রক্তমেীক্ষণ এবং বিধশোষণ সর্পাঘাতের প্রকৃত চিকিৎসা । বিশ্ববিষ চিকিৎসা লেখক ক্ষতস্থানেয় নিমিত্ত এক প্রলেপ ব্যবস্থা করিয়াছেন । তিনি বলেন যে এই প্রলেপ ব্যবহার করিলে বিষ ক্ষতমুখে আইসে ; কিন্তু তাহা কতদূর সত্য আমরা বুঝিতে পারি লাম না । লেখক তাহা বুঝাইতে চেষ্টা করেন নাই । কোন শক্তি দ্বার প্রলেপ রক্তের স্রোত হইতে বিষকে ফিরাইয়া আনিবে তাহা প্রকাশ করা উচিত ছিল । কিন্তু বাস্তবিক প্রলেপ দ্বারা বিষ যদি ক্ষতমুখে আসিবার সম্ভব হয় তাহা হইলে চিকিৎসা অতি সহজ হইবে সন্দেহ নাই;