পাতা:বঙ্গদর্শন-পঞ্চম খন্ড.djvu/১৯২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

s२४8 !) কতমুখে বিষ আনীত হইলে রক্তমেক্ষিণ করিলে রোগী আরোগ্যলাভ করিবে অথবা সেই সময় বিষশোষণ করিলেও হইতে পারে। কিন্তু বিষশোবণ নিতান্ত সহজ নহে ; মুখ দ্বারা শোষণ করিলে অনেক সময় বিপদ সম্ভব। আবার শুনা যায় মুখে তৈল রাথিয় বিষশোষণ করিলে বিপদের আর বড় আশঙ্কা থাকে না । বিষশোষণের নিমিত্ত একরূপ চুম্বক প্রস্তর ব্যবহার হইয়া থাকে তাহকে সচ. রাচর ইংরেজীতে snakestone বলে, বাঙ্গালীয় বিষ প্রস্তর বলে । বাস্তলিক ইহা প্রস্তর নহে দগ্ধ অস্থি মাত্র, ইহা কিরূপে প্রস্তুত হয় তাহ হার্ডি সাহেব সবিস্তারে লিখিয়া গিয়াছেন। ভারতবর্ষে, সিংহল দ্বীপে, মেক্সিকো রাজ্য প্রভৃতি অনেক দেশে এই প্রস্তর ব্যবহৃত হইয়া থাকে ; অনেক স্থানে ইহা উচ্চ মূল্যে বিক্রীত হয়। অনেকের বিশ্বাস আছে বিষপ্রস্তর বিষশোষণ করে । বাস্তবিক দেখা যায় ক্ষতস্থানে স্পর্শ করাইলেই বিষপ্রস্তর তথায় দুই তিন মিনিট পৰ্য্যস্ত ংলগ্ন থাকে,পরে রক্ত শোষণ করিলে রক্ত ভরে পড়িয়া যায়। ডাক্তার ফেরার সাহেব ইহার কতক সপেক্ষ ; তিনি লিথিয়াছেন CR “There is a germ of possible truth in the idea, that these stones can be of use, for, if they absorb as they are said to do, no doubt some blood and poison mixed are taken by their pores.” frosts সর্পবিষ চিকিৎসা ᎼᎼᎽ চিকিৎসা লেখক এই প্রস্তরসম্বন্ধে কোন কথার উল্লেখ করেন নাই; বোধ হয় বিষপ্রস্তরের কোন বিশেষ গুণ আছে কি না এ বিষয় সম্পূর্ণ মীমাংসা হয় নাই বলিয়ই ইহার উল্লেখ না করিয়া থাকিবেন। তিনি শোষণ বাট বা শিঙ্গ বসাইয়া রক্তমেক্ষিণ করিতে বলেন তাহা মন্দ নহে। সর্পদংশনে প্রলেপের কথা বলিত্তেছিলাম। প্রলেপ যে একেবারে অগ্রাহ এমত কথা আমরা বলি না, অনেক দ্রব্য বিষয় আছে সন্দেহ নাই ; বোধ হয় আম মত্রেষ্ট বিযগ্ন, সামান্য বিষে ব্যবহার করিব মাত্র উপকার করিতে পারে। অনেক কবিরাজ ঔষধে সপবিষ ব্যবহার করিবার পূৰ্ব্বে লেবুর রস দ্বারা তাহ ংশোধন করিয়া লন । আমরুলের রস অম্নাক্ত এবং তাহ বোল্তাবিষে উপকার কবে; আম্র আচার ভিমরুলের বিষে বিশেষ উপকার করে। কিন্তু তাহা বলিয়া আমরস, সপবিষ একেবারে নষ্ট করিতে পারে ন৷ অথবা যে পরিমাণে নষ্ট করিতে পারে তাহাতে প্রাণরক্ষা হয় না । তৈলও বিযয়, তুলসী বিষয়, এইরূপ অনেক দ্রব্য বিষয় আছে । বিশ্ববিষ চিকিৎসা লেখক তুলসীর উল্লেখ করেন নাই কিন্তু কবিরাজের তুলসীর দ্বারা সর্পবিষ শোধন করেন । সর্পাঘাত প্রতিকায় নামে এক খানি ক্ষুদ্র গ্রন্থ মেদিনীপুর হইতে প্রকাশিত হইয়াছিল । তাঁহাতে লিথিত আছে যে দুই আন পরিমিত কৃষ্ণতুলসীর শিকড় শীতল জলের সহিত বাটিয়া সর্পদষ্ট