পাতা:বঙ্গদর্শন-পঞ্চম খন্ড.djvu/২০৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

१२४8 l) বিবাহ দিতে কৃতকার্যও হইয়াছিলেন। প্রায় একবৎসর হইল তিনি লোকাস্তরে গমন করিয়াছেন। এখানকার ন্যায় বোম্বাই প্রদেশে যাহারা বিধবাবিবাহ করিয়াছেন সকলকেই সমাজচু্যত হইতে হষ্টয়াছে । একটি বিষয়ের জন্য পার্সিদিগের যথেষ্ট প্রশংসা করিতে হয় । তাহারা তাহীদের সমাজহইতে বাল্যবিবাহ প্রথা একবারে রহিত করিয়াছেন । হিন্দুদিগের পক্ষে এ প্রকার করিতে পারা সম্ভবপর নহে ; কেন না তাহাদের সমাজ ও ধৰ্ম্ম পরস্পর অখণ্ডনীয় বন্ধনে বদ্ধ। পূর্বেই বলা ইষ্টয়াছে যে,মহারাষ্ট্রীয়দিগেব মধ্যে এখান কার ন্যায় বাল্যবিবাহ প্রচলিত । কিন্তু একটি বিষয়ে প্রভেদ আছে। যতদিন কন্যা যৌবন দশায় পদবিক্ষেপ না করে —স্বামিসহবাসের উপযুক্ত না হয় ততদিন কখনই তাঁহাকে স্বামীর সহিত এক শন্যায় শরন করিতে দেওয়া হয় না । কেবল বোম্বাই বলিয়া কেন ? কি উত্তর পশ্চিমাঞ্চল কি পঞ্জাব ভারতবর্ষের প্রায় সৰ্ব্বত্রই উক্তরূপ প্রথা প্রচলিত। কেবল আমাদের সুচতুর বুদ্ধিমান বাঙ্গালি ভ্রাতারাই উক্ত শুভকর প্রথার উপকারিতা বুঝিতে পারেন না। প্রসিদ্ধনাম ডাক্তার মহেন্দ্রলাল সরকার মহাশয় বাল্যবিবাহ সম্বন্ধে একটি প্রবন্ধ লিখিয়াছিলেন। তিনি তাহাতে উক্ত প্রথার উল্লেখ করিয়া বলেন যে, বঙ্গভূমিতেও পূৰ্ব্বে উহা প্রচতি ছিল ; দুর্ভাগ্যবশতঃ ক্রমে ক্রমে বোম্বাই ও বাঙ্গাল ।

)

তাহার লোপ হইয়াছে। বালিকা নব বধূকে স্বামীর সহিত এক শয্যায় শয়ন করাইলে তাহার এই ফল হয়, যে বালিকরে শরীরে অস্বাভাবিক ও অপরিপক্ক . ভাবে যৌবনচিহ্ন সকল শীঘ্রই দৃষ্ট হয়, ও নিতান্ত অল্পৰয়সে সন্তানবতী হইয়া চিরজীবনের জন্য স্বাস্থ্যমুখে জলাঞ্জলি দিতে হয়। বঙ্গদেশে জাতিবন্ধন অনেক পরিমাণে শিথিল হইয়া গিয়াছে । অনেক সময় অনেক দেশাচারবিগর্হিত কাৰ্য্য চলিয়া যায়, তাহাতে সমাজচ্যুত হইতে হয় না । কিন্তু বোম্বাই প্রদেশে হিন্দুসমাজের শাসন আমাদের এখান অপেক্ষা অনেক গুণে প্রবল রহিয়াছে । জাতিবন্ধন অদ্যাবধি এখানকার ন্যায় এত শিথিল হয় নাই । সেইজন্ত তথাকার ইংয়েঞ্জী শিক্ষিত নব্যদলকে আমাদের অপেক্ষা অনেকগুণে সমাজকে অধিক ভয় করিয়া চলিতে হয় । গুরুতর বিষয় সকলেব কথা ছাড়িয়া দিন । একটা সীমান্ত বিষয় দেখুন। সকলকে মস্তক মুণ্ডন করিতে ও শিক্ষ রাখিতে হইবেই হইবে। কাহায় সাধ্য সমাজের এই আজ্ঞা লঙ্ঘন করে । বোম্বাইবাসী অনেক লোক বিলাত গিয়াছিলেন ও এখনও যাইতেছেন। কিন্তু তাহদের মধ্যে পার্সিই অধিকাংশ; হিন্দু অতি অল্প । পাসিদের সমুদ্রষাত্রা নিষেধ নাই সুতরাং তাহারা ইচ্ছা করিলেই বিলাত যাইতে পারেন ; কিন্তু হিন্দু দিগের পক্ষে উহা সহজ কাৰ্য্য নহে ।