२ $ 6 তেছে। কোন স্থানে কেবল জুই তিনশত প্রাপ্তবয়স্ক পুরুষ কাৰ্য্য করিতেছে, কোন স্থানে কেবল দুষ্ট তিন শত ক্ষুদ্র ক্ষুদ্র বালক কাৰ্য্য করিতেছে,এবং একটি সম্পূর্ণ স্বতন্ত্র স্থানে প্রায় পাঁচ ছয় শত স্ত্রীলোক কাজ করিতেছে। কল হওয়াতে এই সকল দুঃখী লোকের যে কি পৰ্য্যন্ত উপকার হইয়াছে বলিয়া শেষ করা যায় না । কলে ধনী দরিদ্র উভয়েরই সমান উপকার। গোকুল দাসের কারখানায় একটি বিষয় দেখিয়া যার পর নাই মুখী হইলাম, উহাতে একজনও ইউরোপীয় নাই সমস্ত কার্য্য দেশীরদিগের দ্বারা চলিতেছে। কোন ইংরেজীগ্রন্থকার বলিয়াছেন যে, সমুদ্রকৃলবর্তী জাতিদিগের স্বভাবতঃই ব্যবসায় বাণিজ্যের দিকে প্রবৃত্তি ধাবিত হয়। বোম্বাইয়ে শিল্পবাণিজ্যের উন্নতির নিশ্চয়ই উহা একটি কারণ। কিন্তু আর একটি কারণ আছে ; তথায় ভূমির চিরস্থায়ী বন্দোবস্তের অভাব । বাঙ্গালার জমিদারগণ চিরস্থায়ী আয় থাকতে কোন প্রকার শিল্পবাণিজ্যের দিকে মন निएछ ठांमृ* हेव्ह करबब मा। भन मिटश যে তঁহাদের এক গুণ সম্পত্তি দশ গুণ হয়, ইহা তাহার বুঝেন না । বোম্বাই বাসিগণ সে প্রকার নিশ্চিন্তচিত্তে সময় दश्नाश्चैन । ( তাঞ্জ ক্ষেপ করিতে পারেন না । এখানে যেমন কোন ব্যক্তির কিছু অর্থ হইলে তিনি জমিদারি ক্রয় করিবার জন্য ব্যস্ত হন, বোম্বাইরে সেইরূপ লোকের অর্থ হইলে বাণিজ্যে খাটাইতে ইচ্ছা কবে । আমাদের ধনীদিগকে কে বুঝাইয়া দিবে, যে শিল্পবাণিজ্যে নিযুক্ত হইলে তাহারা তাহাদের নিজের উপকার, মধ্যবিত্ত লোকের উপকার, ও নিম্ন শ্রেণীর দরিদ্রদিগের মহোপকার সাধন করিতে পারেন । অর্থের সদ্ব্যবহার না করা নিশ্চয়ই মহা পাপ । আমাদের একজন বাঙ্গালি রাজা বানরের বিবাহ দিতে তিন লক্ষ টাকা ব্যয় করিয়াছিলেন। শুনিয়াছি উক্ত বিবাহের সমর তিনি তাহার এক সুরসিক সভাসদকে জিজ্ঞাসা করিয়াছিলেন, “ কেমন হে, এমন বিবাহ পূৰ্ব্বে কথন দেখিয়াছিলে ?” সভাসদ উত্তর করিলেন, “ মহারাজ ! দেখিব না কেন, আপনার বিবাহের সময়ই দেখা হইয়াছিল।” সম্প্রতি কলিকাতার নিকট একটি স্থতার কল হইয়াছে। বোম্বাইয়ের পার্সির আসিয়া এষ্ট কলটি সংস্থাপন করিয়াছেন, ইহা কলিকাতার ধনশালী মহাশয়গণ দেখুন। ঐ ন না । Sa J. ۰-.-م {్భస్రోLZ. ఆక్టీథ్రోన్హెక్ట్ర
পাতা:বঙ্গদর্শন-পঞ্চম খন্ড.djvu/২০৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।