थकृउिडून छैग्नउभंना ७ त्रांशैौनष्ठांद অবলম্বন পূৰ্ব্বক এই অবধি আপনাদের স্বত্ব রক্ষা করিতে লাগিলেন। উচ্চ ও ধনাঢ্য শ্রেণীর লোকেরা ও রাজারা তাহাদের সহায়তা আকাঙ্ক্ষা করিতে আরম্ভ করিলেন । রাজনীতি ও ব্যবহার শাস্ত্র সকলের উপর কর্তৃত্ব পাইল। এই পৰ্য্যস্ত ইংলণ্ডের রাজার প্রজাদিগের ধৰ্ম্মও বিশ্বাসের বিবয়ে নিরপেক্ষ হইলেন। এমনকি ক্রমে২ সেই ভাব বৃদ্ধি হইরা এক্ষণে কোন ধৰ্ম্মই রাজরক্ষিত হইবে না এইরূপ কল্পনা হইতেছে। বস্তুতঃ তদানীন্তন প্রজারা আপনাদের ধৰ্ম্মপ্রণালীর উপর দৃঢ় বিশ্বাসী ছিলেন এবং রাজরক্ষিত প্রণালীর বিপক্ষ। এই দলের লোকেরা ক্রমে২ উত্তর আমেরিকায় উপনিবেশ স্থাপিত করিয়াছিলেন ও র্তাহাদিগের বংশধরেরা খৃঃ অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগে স্বাধীনতা লাভ ও মান রক্ষার্থ ইংলণ্ডের বিরুদ্ধে অস্ত্ৰধারণ করিয়াছিল এবং তাহাঁদের দ্বারা "ইউনাইটেড ষ্টেটুস” অর্থাৎ “মিলিত রাজ্য”স্থাপিত হইয়াছে। এখানকার লোকেরা দুইবার ইংলণ্ডের সহিত যুদ্ধ করির জয়লাভ করিয়াছেন। অতএব যে বিষবৃক্ষের বীজ সপ্তদশ শতাব্দীর ইংলণ্ডীয় ইয়ার্ট বংশীয় রাজার প্রজাপীড়ন দ্বারা রোপিত করিয়া যুদ্ধ বিগ্রহে প্রথম জলসিক্ত ও পালিত করিয়াছিলেন তাহার ফল অষ্টাদশ শতাব্দীর শেষে হানোবর বংশীয় তৃতীয় জর্জ ভোগ করিলেন । - るも - রাষ্ট্রবিপ্লব। Հազաiո, tԿ:, ծs հ খৃঃ ১৬৪২ হইতে ১৬৬৩ পর্যন্ত ও পুনরায় ১৬৮৮ হইতে ১৬৯০ পর্য্যন্ত রাজপীড়নে যে রাষ্ট্র বিপ্লব হয় তাহাতে প্রজ পক্ষও কথঞ্চিৎ পাপী ছিল। কেন না তাহারা উত্তেজিত হইয়া রাজার প্রকৃত স্বত্বেরও হস্তী হইয়াছিল। রাজা ও মরিলেন প্রজারাও মরিল । ইংলণ্ডের অনেক পরিবার একেবারে কালগ্ৰাসে পতিত হইল। অনেক পরিবার নিঃস্ব হইল । কেহ২ দেশ পরিত্যাগ করিয়া উত্তর আমেরিকার ভীষণ অরণ্যে হিংস্র জন্তু ও বন্যজাতির আশ্রর গ্রহণ করিল। এইরূপে রাজার রাজ্য নাশ, প্রজার বনবাস, হইল। রাজবংশ তাড়িত, প্রজার কেহ২ পলায়িত । রাষ্ট্রবিপ্লবের এই ফল ইংলণ্ডে ঘটিয়াছিল। ইহাতেও অনিষ্ট্রের ভাগ অল্প । অন্যদেশে এতদপেক্ষাও ●奔で5乳! কথিত সময়ে সমাজ দুইদলে বিভক্ত হইল। এক দল বেশ বিন্যাস করিতে, দীর্ঘ চাচর রাখিতে,গন্ধাদি সেবনে,নৃত্যগীত বাদ্য করিতে সৰ্ব্বদা তৎপর। সুরাপান ও পরদার বহুল পরিমাণে ইহাদিগের মধ্যে প্রচলিত ছিল। রাজা . দ্বিতীয় চার্লস্, ফরাশী সম্রাট, চত্তদশ লুইয়েব আশ্রিত হইয়া তৎসভাস্থ অসৎ লোকের সংসর্গে এই সকল দুৰ্ম্মতি লাভ করিয়াছিলেন । র্তাহার পারিষদ বর্গও তদন্ত্ররূপ হইলেন।. যখন ১৬৬ খৃঃ অঙ্গে রাজা ইংলণ্ডে প্রত্যাবৃত্ত হইলেন, তখন হইতেই দেশের ধনাঢ্য ও ভূম্য
পাতা:বঙ্গদর্শন-পঞ্চম খন্ড.djvu/২১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।