পাতা:বঙ্গদর্শন-পঞ্চম খন্ড.djvu/২১১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ՀՖԵր সে ভাল করিয়া শুনিতে পায় নাই । সে কক্ষস্থ কলসী ঘাটে নামাইল । সোপান পুনরারোহণ করিল। ধীরে২ গোবিন্দলালের পুষ্পোদান অভিমুখে চলিল। উদ্যানদ্বার উদঘাটিত করিয়া উদ্যানমধ্যে প্রবেশ করিল । গোবিন্দলালের কাছে,মণ্ডপতলে গিয়া দাড়াইল। গোবিন্দলাল দেখিলেন,সন্মুখে রোহিণী। গোবিন্দলাল বলিলেন, ** fভজিতে ভিজিতে এখানে কেন রেছিণি ?” রো। আপনি কি আমাকে ডাকিলেন ? গো । ডাকি নাই । ঘাটে বড় পিছল নামিতে বারণ করিতেছিলাম। দাড়াইয়। ভিজিতেচ কেন ? রোহিণী সাহস পাইয়া মণ্ডপমধ্যে উঠিল । গোবিন্দলাল বলিলেন, “লোকে দেখিলে কি বলিবে ?” রে। । যা বলিবাব তা বলিতেছে । সে কথা আপনার কাছে একদিন বলিব, বলিয়; অনেক যত্ন করিতেছি । গো । অামার ও সে সম্বন্ধে কতক গুলি কথা জিজ্ঞাসা করিবার আছে । কে এ কথা রটাইল ? তোমরা ভুমরের দোষ দাও কেন ? রো। সকল বলিতেছি । খানে দাড়াইয়া বলিব কি ? গো । না। আমার সঙ্গে আইস । এই বলিয়া গোবিন্দলাল, রোহিণীকে ডাকিয়া বাগানের বৈঠকখানায় লইয়া গেলেন। .F কিন্তু এ বঙ্গদর্শন । ( ভাদ্র । সেখানে উভয়ে যে কথোপকথন হুইল, তাহার পরিচয় দিতে আমাদিগের প্রবৃত্তি হয় না । কেবল এই মাত্র বলিব, যে সে রাত্রে রোহিণী, গৃহে যাইবার পূৰ্ব্বে গোবিন্দলালের মুখে শুনিয়া গেলেন যে গোবিন্দলাল রোহিণীর রূপে মুগ্ধ। ষড়বিংশ পরিচ্ছেদ । রূপে মুগ্ধ ? কে কার নর ? আমি . এই ছরিত নীল চিত্রিত প্রজাপতিটির রূপে মুগ্ধ । তুমি কুসুমিত কামিনীশাখার রূপে মুগ্ধ ৷ তাতে দোষ কি ? রূপ ত মোহের জন্যই হইয়াছিল। গোবিন্দলাল প্রথমে এইরূপ ভাবিলেন। পাপের প্রথম সোপানে পদার্পণ করিয়া, পাপিষ্ঠ এইরূপ ভাবে । কিন্তু যেমন বাহ্যজগতে মাধ্যাকর্ষণে, তেমনি অন্তর্জগঙ্গে পাপের আকর্ষণে, প্রতি পদে পতনশীলের গতি বৰ্দ্ধিত হয়। গোবিনলালের অধঃপতন বড় দ্রুত হইল— কেন না, রূপতৃষ্ণা অনেক দিন হইতে তাহাব হৃদয় শুষ্ক করিয়া তুলিরছে। আমরা কেবল কঁদিতে পারি, অধঃপতন বর্ণনা করিতে পারি না । e ক্রমে কৃষ্ণক স্তের কাণে রোহিণী ও গোবিন্দলালের নাম একত্রিত হইয়া উঠিল। কৃষ্ণকান্ত দুঃখিত হইলেন গোবিন্দলালের চরিত্রে কিছুমাত্র কলঙ্ক ঘটলে তাহার বড় কষ্ট । মনে মনে ইচ্ছা হইল গোবিন্দলালকে কিছু অমুযোগ