ま* ● কৃষ্ণকান্ত ভিন্ন কেহই হরিনাম করিল না, কিন্তু সকলেই স্তম্ভিত, ভীত, বিস্মিত হুইল। কৃষ্ণকান্ত একাই ভয়শূন্য । কৃষ্ণকান্ত গোবিন্দলালকে বলিলেন, “আমার শিওরে দেরাজের চাবি আছে, বাহির কর।” গোবিন্দলাল বালিশের নীচে হইতে চাবি লইলেন । কৃষ্ণকান্ত বলিলেন, “ দেরাজ খুলিয়া আমার উইল বাহির কর।” গোবিন্দলাল দেরাজ খুলিয়া উইল বাহির করিলেন । কৃষ্ণকান্তু বলিলেন, “ আমার আমল৷ মুহুরি ও দশজন গ্রামস্থ ভদ্র লোক ডাকাও ৷” তখনই নাএব মুহুরিগোমস্ত কারকুনে, চট্টোপাধ্যায় মুখোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় ভট্টাচার্য্যে, ঘোষ বস্ব মিত্র দত্তে ঘর পুরিয়া গেল । কৃষ্ণকান্ত একজন মুহুরিকে আজ্ঞা করিলেন “ আমার উইল পড় ।” মুহুরি পড়িয়া সমাপ্ত করিল। কৃষ্ণকান্ত বলিলেন, “ও উইল ছিড়িয়া ফেলিতে হইবে। নূতন উইল লেখ ।” মুহুরি জিজ্ঞাসা করিল, “ কিরূপ লিখিব।” কৃষ্ণকান্ত বলিলেন, “ যেমন আছে সব সেইরূপ, কেবল—” “ কেৰল কি ?” কেবল গোবিন্সলালের নাম কাটা দিয়া তাহার স্থানে আমার ভুতুঙ্গুত্রবধু दश्न मृन्म । ( ভাজ । ভুমরের নাম লেখ । তুমরের অবর্তমানাবস্থায় গোবিন্দলাল ঐ অৰ্দ্ধাংশ পাইৰে C司邻由” जक८ल निखक रुहेब्रा ब्रश्लि । ८कइ কোন কথা কছিল না । মুহুরি গোবিন্দলালের মুখপানে চাহিল। গোবিন্দলাল ইঙ্গিত করিলেন, লেখ । মুহুরি লিখিতে আরও করিল। লেখা সমাপন হষ্টলে কৃষ্ণকান্ত স্বাক্ষর করিলেন। সাক্ষিগণ স্বাক্ষর করিল। গোবিন্দলাল আপনি উপযাচক হইয়া, উইলখানি লইয়া তাহাতে সাক্ষী স্বরূপ স্বাক্ষর করিলেন । উইলে গোবিন্দলালের এক কপকৰ্দও নাই—ভুমরের অৰ্দ্ধাংশ। সেই রাত্রে হরিনাম করিতে করিতে তুলসীতলায় কৃষ্ণকান্ত পরলোক গমন করিলেন । সপ্তবিংশতি পরিচ্ছেদ । কৃষ্ণকাস্তের মৃত্যুসম্বাদে,দেশের লোক ক্ষোক্ত করিতে লাগিল। কেহ বলিল একটা ইন্দ্রপাত হইয়াছে, কেহ বলিল, একটা দিকৃপাল মরিয়াছে, কেহ বলিল পৰ্ব্বতের চূড়া ভাজিয়াছে। কৃষ্ণকান্ত বিষয়ী লোক, কিন্তু থাটি লোক ছিলেন। এবং দরিদ্র ও ব্রাহ্মণপণ্ডিতকে যথেষ্ট मांन कब्रिएउन । शङब्राश् श्रटब८करें তাহার জন্য কাতর হইল । সৰ্ব্বাপেক্ষা ভমর। এখন কাজে
পাতা:বঙ্গদর্শন-পঞ্চম খন্ড.djvu/২১৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।