পাতা:বঙ্গদর্শন-পঞ্চম খন্ড.djvu/২২৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৩২ शक्रमैन । ( ভাদ্র । শৈশব সহচরী। অষ্টবিংশ পরিচ্ছেদ । কুমুদিনীর ভাল বাসা । “ আমি কি তোমাকে দরিদ্র হইতে বলিয়াছিলাম।” অতি ধীরে, অতি মুছ, অতি মধুর এবং কাতরস্বরে একটি স্বাবিংশতি বর্ষীয়া সুন্দরী নিকটস্থ একটি যুবকে এই কথা বলিতেছিলেন। আগর সহরে যমুনাষ্ঠীরে একটি ক্ষুদ্র গৃহের বারেণ্ডায় বসিয়া কুমুদিনী আর শরৎ কুমার,জুই জনে কথোপকথন হইতেছিল। শরৎকুমার কিঞ্চিৎ শীর্ণ—যেন সম্প্রতি কোন উৎকট রোগহইতে শাস্তিলাভ করিয়াছেন। দুইজনে দুইজনের বড় অনুগত—সৰ্ব্বদা একত্রিত, ক্ষণিক বিচ্ছেদ হইলে, উভয়ে বড় কাতর হইতেন; একের পীড়া হইলে, অপরে কাতর হইতেন, উভয়ে বেন কোন স্নেহরজুতে আবদ্ধ। শরৎকুমারের মলিন মুখমণ্ডল দেখিয়া কুমুদিনী মধ্যে মধ্যে বড় কাতর হইতেন। কুমুদিনীর শুশ্রুষা এবং যয়েই শরৎকুমার সে উৎকট পীড়াহইতে আরোগ্যলাভ করিয়াছিলেন । এক দিন কুমুদিনী অতি যত্নে শরতের হস্তধারণ করিয়া, তাহার মুখপ্রতি চাহিয়া, অতি কাতয় স্বরে বলিল, “আমি কি তোমাকে দরিদ্র হইতে বলিয়াছিলাম।” শরৎকুমার কম্পিতস্বরে বলিলেন, “কুমুদিনি, আমি কাহার জন্য এ অতুল ঐশ্বৰ্য্য f অন্যকে বিতরণ করিয়া দরিদ্র হইলাম, cठामांद्र अना ना ? छूमिई ना यांमाग्न দরিদ্র হষ্টতে বলিয়াছিলে ? মনে পড়ে কি না পড়ে দেখ, তুমি বলিয়াছিলে আমি যদি কখন কাহ:কেও বিবাহ করি তবে সে দরিদ্রকে, এখন সে কথার অন্যথা কর কেন ?” কুমুদিনী আবার মনে মনে ভাবিলেন, যে শরৎকুমার বড় ছেলে মাহুষ—এখনই এইরূপ ছেলেমামুষের ন্যায় দাবি করিতেছে—যেন বিবাহ হইবার পূৰ্ব্বেই তিনি তাহার কেন গোলাম হইয়াছেন, না জানি বিবাহ হইলে কত অসঙ্গত দাবি করিবে! এই ভাবিতে ভাবিতে উত্তর করিলেন, “কি অদৃষ্ট কয়িয়া পৃথিবীতে আসিয়াছি – শরৎকুমার ! যে দরিদ্র হইবে তহ্যকেই বিবাহ করিতে হইবে ? যদি বিধাতা তাহাই আমার অদৃষ্টে লিখিয়া থাকেন, তবে তোমা অপেক্ষ শতসহস্ৰ লোক দরিদ্র আছে, তাহারা সকলে আমার স্বামী হইবে—তুমি কেমন করে হবে— छूमि उ मब्रिज न७-” ५ई बनिग्रा कूशू निनौ श्रनामनश्न झईब्रा नशैज्ञ निरक छूटिंপাত করিয়া রহিলেন। শরৎকুমার বালকের ন্যায় “ মে কি, সে কি কুমুদিনি,” বলিতে লাগিলেন। কুমুদিনী সে সকল কিছুই শুনিতেছিলেন না,অনন্যমনে যমুনার দিকে যাইয়৷ কি তাবিতেছিলেন। অনেক ক্ষণের পর হঠাৎ শয়ৎকুমারের দুই হস্ত ধারণকরিয়া তাহার মুখপ্রতি