পাতা:বঙ্গদর্শন-পঞ্চম খন্ড.djvu/২৪১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఏ Bly মোহামুদিগেরই সংস্থাপক, শঙ্করবিজয়ে কিন্তু আমরা ভারতী ভিন্ন অন্য সম্প্রদায়ের উল্লেখ পাষ্ট না । J. এই ভারতী সম্প্রদায়ের মোহান্ত ভারতলর্ষের সর্বত্র দেখিতে পাওয়া যায় । তারকেশ্বরের মোহান্ত গিরি, কিন্তু তাহার দশনামার মধ্যে দুই তিন জন ভারতী আছেন । শঙ্করাচার্য্য স্বশিষ্য সন্ন্যাসী जुछ अर्थन । ( আশ্বিন । निtश्रब्र खना छूत्रङञ्ज नौशैcब श्रृंत्रशिब्रि নামক স্থানে মঠ স্থাপন করেন। ঐ মঠ এখন সিংহারি নামে খ্যাত। কাঞ্চী নগরে র্তাহার দুই পুরী বা মঠ ছিল । এখন আছে কি না বলা যায় না । শঙ্করাচার্য্য কি ছিলেন কিসের জন্য র্তাহার এতমান্য এক প্রকার উক্ত হইল। তাহার জীবনচরিত বিষয়ে কিছু বলিবাব ইচ্ছা রহিল। -reஐ~ே শৈশব সহচরী। ত্রিংশ পরিচ্ছেদ । , প্রতিশোধ । রাত্রি একপ্রহর হইয়াছে—এখনও কুমু দিনী সেই বাতায়নে বসিয়া নীরবে সেই প্রান্তরপার্শ্বাস্থত অট্টালিকার প্রতি দৃষ্টি করিয়া রহিয়াছেন । সেই অট্টালিকার কক্ষে কক্ষে লে আলো জলিতেছিল, তাহাই দেখিতেছিলেন, যে কক্ষে পাপা দুলিতেছিল, তন্মনঃ হইয়া সেই কক্ষ প্রতি চাহিয়াছিলেন । চাহিয়া চাহিয়া এক একবার দৃষ্টিলোপ হইতে লাগিল । আবার চক্ষু মুদিয়া হস্তদ্বারা তাহা বিমন্দিত করিবাতে, দৃষ্টির পুনঃ সঞ্চার হষ্টতে লাগিল। খড়খড়ির অল্পায়তন ছিদ্রপথে অধিকক্ষণ দৃষ্টি চলিল না—মধ্যে মধ্যে লোপ হইতে লাগিল,উঠিয়া কুমুদিনী প্রাসাদোপরি স্বাক্টলেন । উপরে নীল নভোমণ্ডলে একখানি বৃহৎ রূপার গার্গের ন্যায় চন্দ্র উঠিয়ছে, পশ্চাতে নৌকাভবণ। যমুনার নীলবক্ষে চাদের আলো ঝিকমিক করিতেছে, আর অতি দূরে বৃহৎ বৃহৎ বাণিজ্যপোতের মাস্তুল সকল নীলাকাশে অস্পষ্ট লক্ষিত হইতেছে। সম্মুখে মহানগরীর বিচিত্র প্রস্তয় রেইলপারবেষ্টিত অসংখ্য সৌধমালা নববসন্তপবন স্পৰ্শলোলুপ নাগরিকগণে পরিপূরিত হইয়া চাদের আলোয় হাসিতেছে। রাজপথ ক্ষণে ক্ষণে বিরলমানব হইতেছে, ভ্রমণকারিগণ ক্লান্ত হইয়া অলসাবেশে গুহে প্রত্যাগমন করতেছে—প্রশস্ত তৃণোচ্ছাদিত প্রান্তরে চন্দ্রালোকে বসিয়া এক এক দল যুবক স্থানে স্থানে গর করিতেছে। কুমুদিনী প্রাসাদোপরি উঠিা এসকল কিছুই দেখিতেছিলেন না। অবি চলিতচিত্রে স্কুিরনেত্রে সেই অট্টালিকার প্রতি চাহিয়া রহিলেক একটি করে