পাতা:বঙ্গদর্শন-পঞ্চম খন্ড.djvu/২৪৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

»२v 8) মনে বড় যন্ত্রণ হইল, হৃদয় উছলিয়া উঠিল, আবার নয়নে ধারা বহিতে লাগিল। রজনীকান্তের ললাটে একটি শুষ্ক ক্ষত চিহ্ন দেখিয়াছিলেন। ভাবিলেন, কিসের ক্ষত ? আহা, কত কষ্ট পাষ্টয়াছে, কে তাহাকে সে সময়ে যত্ন করিয়াছে ? কে তাহাকে আমার বলির যন্ত্রণা নিবারণ জন্য আদর করিয়াছে ? এ জগতে যে রজনীকে আমার বলে এমন কেহ নাই। কেবল এই হতভাগিনী চিরদুঃখিনী মনে মনে আমায় বলিয়া থাকে। এই মুখशग्न क्रिख्ॉग्न निभधा झट्टेग्नां ब्रश्टिशन । ক্রমে রাত্রি দ্বিতীয় প্রহর অতীত হইল । কুমুদিনী সংজ্ঞাহীনা ইয়। সেই মুক্ত বাতারনে বসিয়া আছেন, নিদ্রার আকর্ষণ নাই ; শয্যা একবারও স্পর্শ করেন না। ক্রমে নিশানাথ মধ্যগগন অতিক্রম করিয়া পশ্চিম গগনে আসিলেন । হঠাৎ কুমুদিনীর চিন্তা ভঙ্গ হইল, বাতায়নের নিম্নে মনুষ্যকণ্ঠ শুনিলেন । দেখিলেন জ্যোৎস্নাবিধৃত রাজপথেয় পার্থে তাহার গবাক্ষের নিম্নে একটি বকুলবৃক্ষের ছায়ায় দাড়াইয়া দুই ব্যক্তি কথোপকথন করি তেছে। কুমুদিনী সরির দাড়াইলেন, অন্য বাতায়নের অন্তরালে তাহাদিগকে নিরীক্ষণ করিতে লাগিলেন। দেখিলেন, একজন বাঙ্গালি,অপর সেই দেশীয়—যে ব্যক্তি বাঙ্গালি সেই ব্যক্তি কুমুদিনীর গবাক্ষ প্রতি অন্ধুলি নির্দেশ করির হিন্দুস্থানীকে চুপিং কি বলিতেছে। ঠুমুদিনীর বড় সন্দেহ হইল, ভাবিলেন শৈশবসহচরী। శి(శి এই দুই ব্যক্তি র্তাহাদিগের প্রতি অবশ্য কোন দুরভিসন্ধিতে এখানে দাড়াইয়া আছে । তজ্জনা গৃহস্থ সলককে জাগরিত করা উচিত বিবেচনা করিয়৷ অতি, ব্যস্ত হইয়া চলিলেন। নিকটে এক কক্ষে বিনোদিনী শয়ন করিতেন, অতি দ্রুত সেই কক্ষে প্রবেশ করিলেন, দেখি লেন মুক্ত বাতায়নপথ দিয়া জোৎস্না আসিয়া বিনোদিনীর কক্ষ আলোকিত করিয়াছে । সেই অস্পষ্ট আলোকে কক্ষের সমুদায় দ্রব্যাদি দৃষ্ট হইতেছে। এক পুখে একখানি ক্ষুদ্র পালঙ্কে বিনোদিনীর শয্যা রহিয়াছে কিন্তু বিনোদিনী তাহাতে নাই। আশ্চৰ্য্যান্বিত হইয়। কুমুদিনী কক্ষের চতুর্দিক অবলোকন করিতে লাগিলেন। দেখিলেন সেই কক্ষের একটি বাতায়নে কুমুদিনীর দিকে পশ্চাৎ করিয়া প্রান্তরপাশ্বে রজনীকান্তের অমল শ্বেত তাট্টালিকার দিকে মুখ ফিরাইয়া বিনোদিনী বসিয়া আছে। অতি মৃদুস্বরে কুমুদিনী ডাকিলেন, “বিনোদ !” বিনোদিনী চমকিয়া উঠিলেন, লজ্জিত এবং অপ্রতিভ হইয়া উঠিয়া দাড়াইলেন, যেন কি কুকৰ্ম্ম করিয়াছেন। কুমুদিনী তাঙ্গা লক্ষ্য না করিয়া,তাহার হস্ত ধরিয়া আপনার ঘরের বাতারনেয় নিকট আনিয়া চুপি চুপ রলিলেন দেখ, বকুলতলায় কার: দাড়াইয়া বিনোদিনী কাহাকেও দেখিতে পাইল না । কিন্তু কুমুদিনী দেখিলেন অনতিদূরে রাজপথে সেই দুই ব্যক্তি হন হন করিয়া চলিয়া যাইতেছে।