পাতা:বঙ্গদর্শন-পঞ্চম খন্ড.djvu/২৬২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

७२४ 8 !) মরাধম পাষণ্ডের দণ্ডিত করা হইল । বিচার ! পূর্বেই বলা হইয়াছে যে, বর্তমান কঠোর রাজশাসনবশতঃ পঞ্জাবলাসিগণের শারীরিক কার্য্য ও সাহসের অবনতি লক্ষিত হইতেছে। আশ্চর্য্যের বিষয় এই যে, ২৫ । ৩০ বৎসর মাত্র পঞ্জাবের স্বাধীনতাবিলোপ হইয়াছে, অথচ এই অল্পকাল মধ্যেই জাতীয় বীৰ্য্যেয় অধোগতি সুস্পষ্ট প্রতীত হইতেছে । যে সকল বুদ্ধিমান ও স্বশিক্ষিত পঞ্জাবীর সঙ্গে পঞ্জাব প্রদেশের শুভাশুভ বিষয়ে কথাবাৰ্ত্ত হইল, তন্মধ্যে কেহ কেহ উক্ত বিষয়টির উল্লেখ করিয়া আক্ষেপ করি লেন । পঞ্জাববাসিগণের কিয়ৎপরিমাণে অবনতি হইরাছে, সত্য, কিন্তু আজ ও তাহারা অন্যের পর্বত —डाबण्डब অপরাপর প্রদেশবাসীর সহিত তুলনা করিলে আজও পঞ্জাবীর সাহস ও বীর্য্য সম্বন্ধে বোধ হয় সৰ্ব্বশ্রেষ্ঠ । বলা হইয়াছে যে, বর্তমান রাজশাসনের কঠোরতাবশতঃ পঞ্জাবে বীর্য্যহানি লক্ষিত হইতেছে। কেবল পঞ্জাব কেন ? ভারতবর্ষের প্রাচীন সকল প্রদেশই হীনবীৰ্য্য হইয় পড়িতেছে। ইংরেজশাসন ভারতের প্রভূত মঙ্গলের নিদান স্বরূপ। হিমাচল হইতে কুমারিকা পৰ্য্যন্ত ভারতের ভাগ্যে যদি কখন সম্মিলন ও ঐক্য ৰন্ধন থাকে, তাহা ইংরেজ শাসনাধীনেই টবে, সেই জন্য আমরা ইংরেজ শাস नjाँग्न eथंtsणt७ ইহাই ইহসংসারে পঞ্জাব ও শিখসম্প্রদায়

R3న

নের একান্ত পক্ষপাতী । কিন্তু ইংরেজশাসনের পক্ষপাতী বলিয়া এমন কথা বলি না যে, উহ। কলঙ্কশূন্য । বলিলে মিথ্যা কথা বলা হয়। মুসলমান শাসনের সহিত ইংরেজ শাসনের তুলনা করিতে যাওয়াই বাতুলতা মাত্র। কিন্তু ইহা মুক্তকণ্ঠে স্বীকার করিতে হইবে যে, ইংরেজ অধিকার কালে ভারতবর্ষে এমন কয়েকটি অমঙ্গল সংঘটিত হইরাছে যাহা মুসলমানদিগের সময়ে ও ছিল ন! । তাiমর ইংরেজ শাসনের পক্ষপাতী । কিন্তু তাহ বলিয়া কি বলিব না যে, গবর্ণমেণ্টের অnবকারী বিভাগ অশেয অমঙ্গলের ক: রণ ? ষে বিভাগের জন্য ভারতসন্তানগণ কালকূটগরলপান করিয়া উৎসন্ন যাইতেছে, ইংরেজশাসনের পক্ষপাতী বলিয়া কি বলিব না যে উহা একটি দুর পনেয় কলঙ্ক ? ইংরেজশাসনের পক্ষপাতী বলিয়া আমাদের দেশীয় শিল্প বাণিজ্যের বিলোপ বা অবনতি দর্শনে কি ব্যথিত হৃদয় হইব না ? ইংরেজশাসনের পক্ষপাতী বলিয়া কি বলিব না ধে, মুসলমান রাজাকালে আমরা দেশের উচ্চতর পদ সকল—রাজমন্ত্রিত্ব পর্য্যস্ত লাভ করিতাম, এখন আর আমাদের সে সৌভাগ্য নাই, এখন অধিক বেতন বিশিষ্ট সন্ত্রান্ত পদ সকলের দ্বার আমাদের নিকট একপ্রকার নিরুদ্ধ ? সেই প্রকার ইংরেজ শাসনের পক্ষপাতী বলিয়৷ কি বলিব না যে, উক্ত শাসনের প্রণালী নিবন্ধন ভারতসপ্তান দিন দিন সাহস