পাতা:বঙ্গদর্শন-পঞ্চম খন্ড.djvu/২৮২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বঙ্গদর্শন | মাসিক পত্র ও সমালোচন । - -చాలా Azఇ بیبر ۳ سمه ج3 : عتيبانية<3:tيقع عدم পঞ্চম Fo =్సనా =్సన్నగి, ينتج عنة 8خقيق ممه

  • ఆ {

می بیمه ی سمميتيو 353 يوليو কালিদাসপ্রণীত গ্রন্থের ভৌগোলিক তত্ত্ব । প্রথম প্রস্তাব । মেঘদুত । কালিদাস যে সকল কাব্য ও নাটক প্রণয়ন করিয়া গিয়াছেন, আমরা তাহার এক একখানি ধরিয়া ভৌগোলিক তত্ত্বের বিচারে প্রবৃত্ত হইব । আমরা সৰ্ব্বপ্রথমে মেঘদূতনিহিত ভৌগোলিক তত্বের বিচারে প্রবৃত্ত হইব । কুবেরের জনৈক অমুচব অতিক্ষ্মৈণত। প্রযুক্ত কৰ্ত্তব্য কার্য্যে অবহেলা করাতে কুবের তাহাকে একাকী একবৎসর কাল রামগিরিতে থাকিতে আদেশ করেন । যক্ষ কুবের কর্তৃক এই রূপে নিৰ্ব্বাসিত হষ্টয়া কতিপয় মাস রামগিরির আশ্রমে অতিবাহিত করে । পরিশেষে আষাঢ়ের প্রথমদিবসে আকাশে নুতন মেঘের উদয় দেখিয়া বিরহবিধুৰ ষক সঙ্গীব পদার্থ জ্ঞানে উহাকেই দৌত্যকার্য্যে নিযুক্ত করে । এবং রামগিরি হইতে স্বীয় আবাসবাটীর পথনির্দেশে প্রবৃত্ত হয়। মেঘদূতে এই রামগিরি হইতে যক্ষের আলয় অলকায় পথবর্তী প্রধান প্রধান নগর পর্বত ও নদী প্রভৃতির বর্ণনা आोtझ । বর্তমান প্রস্তাবে এই সমস্ত প্রধান২ স্থানের অবস্থানসন্নিবেশ একে একে বিবৃত হইবে । শুঙ্খলার অনুরোধে প্রথমে “রামগিরি” হইতে প্রবন্ধের আরম্ভ করা যাইতেছে । - (রামগিরি) কালিদাসের বর্ণনায়ুসারে এই গিরিয় আশ্রমসলিল জনক তনয়৷ সীতার স্নানহেতু পবিত্র এবং ইহার তট