১২৮৪ l) যমুনার সঙ্গমস্থল এলাহাবাদের দক্ষিণপশ্চিমবর্তী বুনোলখণ্ডে অবস্থিত। অধ্যাপক উইলসনের মতে বুন্দেলখণ্ডস্থ বর্তমান কমৃতা পৰ্ব্বতই পূৰ্ব্বে চিত্রকূট নামে প্রসিদ্ধ ছিল [৪] অদ্যপি এই পৰ্ব্বত পবিত্র তীর্থস্তান বলিয়া সৰ্ব্বত্র “বিখ্যাত। যাহা হউক, প্রামাণিক টকাকার মল্লিনাথ এই চিত্রকূটকেই রামগিরি নামে নির্দেশ করিয়াছেন [৫] কিন্তু এই নির্দেশ সমীচীন বলিয়া বোধ হয় না । সরল পথে রামগিরি হষ্টতে কলাসে যাইতে হুইলে যে যে স্থান প্রাপ্ত হইতে হয়, মেঘদূতে তাছাই বর্ণিত আছে। কৈলাস রামগিরির উত্তরে অবস্থিত । সুতরাং কৈলাসঘাত্রীকে রামগিরি হইতে বাহির হইয়া উত্তরবত্তী পথেরই অনুসরণ করিতে হুইবে । এক্ষণে মেঘদূতে দেখা যাইতেছে, কুবেরের অনুচর মেঘের নিকট কৈলাসের পথনিৰ্দ্দেশে প্রবৃত্ত হইয়া রামগিরির পর অস্ত্ৰকূট পৰ্ব্বত ও নৰ্ম্মদা নদী প্রভৃতির উল্লেখ করিয়াছে। নৰ্ম্মদ বুন্দেল খণ্ডের দক্ষিণবৰ্ত্তী স্থান কালিদাস প্রণীত গ্রন্থের ভৌগোলিক छछू । ૨૪ જ দিয়া পশ্চিমবাহিনী হুইয়াছে । বামগিরি বুন্দেলখণ্ডস্ত চিত্ৰকূট পৰ্ব্বতেল নামস্তির হইলে নৰ্ম্মদ কৈলাসবাধী মেঘেব গন্তব্য পথের ঠিক বিপৰীত দিকে পড়ে। হু বা . মল্লিনাথের সিদ্ধান্তীতুসারে নৰ্ম্মদ। নদী প্রভৃতি মেঘদূতে বর্ণনাব বিষয়ীভূত হইতে পারে না । কিন্তু কালিদাস বপন বামগিরির পর আম্রকৃট পৰ্ব্বত ও নৰ্ম্মদ। নদী প্রভূতিব উল্লেখ কবিয়াছেন, তখন রামগিরির অবস্থান সন্নিবেশ এমন কোন স্থানে হুইবে যে, সে স্থান হষ্টতে কৈলাসের পথ অতিবাহন করতে গুইলে আমকৃট পৰ্ব্বত ওঁ নৰ্ম্মদ নদী অতিক্রম করি তে হয় । এই কারণে আমরা মল্লিনাপের সিদ্ধান্ত পরিতা{গ করিয়া বিষয়াস্তুরেল অনুসন্ধানে প্রবৃত্ত হইতেছি । মল্লিনাথের অমুসরণ পুৰ্ব্বক কালিদাসকে উiদষ্ট স্তানানভিজ্ঞ ও অপ্রাসঙ্গিক বর্ণন!ল প্লী বলিয়া নির্দেশ করা অপেক্ষ বিষনান্তরের অনুসরণ পূৰ্ব্বক রামগবির অবস্থান-রিবেশ নিৰ্দ্ধারণই অধিকতর সঙ্গত । কিম্বদন্তী অনুসারে কৈমোব পৰ্ব্ব ত (8) Wilson's Megha Duta, verse 1. mote. {5}i Fū āzarsi "s" বান্দা বিভাগের অন্তঃপাতী, এবং এলাহাবাদ হইতে ৭১ ম ষ্টল দুবে অবস্থিত ; পাদদেশে এই পৰ্ব্বতের পরিধি প্রায় ৩ মাইল । কামৃত নাথ চিত্রকুটের অপর নাম । ইহা কামদুনাথের অপভ্রংশ। এই পৰ্ব্বতে বিবিধ বর্ণের প্রস্তর প্রাপ্ত হওয়া যায়, লোকে বলে এই জনাই ইহাব “চিত্রকুট” নাম হইয়াছে। এই পৰ্ব্বত হিন্দুদিগের একটি তীর্থস্তান। Wide Atkinson's Statistical, Descriptive and Historical Account of the North Western Provinces of India. Vol. I, p. 405. Comp. As. Res. Vol. XIV, p. 384. (৭) রামগরে: চিত্ৰকূটস্য ইত্যাদি । প্রথম শ্লোকের টক দেগ।
পাতা:বঙ্গদর্শন-পঞ্চম খন্ড.djvu/২৮৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।