পাতা:বঙ্গদর্শন-পঞ্চম খন্ড.djvu/২৮৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

»२४8 l) নিকটবৰ্ত্তী ।[৯] আমাদিগের নিদিষ্ট রামটিক অথবা রামটোকৃও নাগপুরের নিকটে অবস্থিত । সুতরাং রামগিরির সহিত রামটিকের অভিন্নতা স্পষ্টত লক্ষিত হইতেছে । ब्राशछेिक-ञनाउछ नांभ ज्ञांशd्रांद्ইহা নাগপুর রাজ্যে ও সাগর হইতে নাগপুরে যাইবার পথে অবস্থিত । ইহার পশ্চিম দিকে রামটিক নামে একটী নগর আছে । এই নগর নাগপৃবের উত্তর পূৰ্ব্ব দিকে ২৪ মাইল অন্তরে অবস্থিত রহিয়াছে । পৰ্ব্বতের চারিদিকে সমতল ক্ষেত্র । পৰ্ব্বতের পাদদেশ হইতে পাঁচ শত ফাট উদ্ধে কতকগুলি দেবমন্দির আছে। সুগঠিত স্বপ্রশস্ত প্রস্তরময় সোপানদ্বারা উছার উপরে উঠ। যায়। এই সোপানমার্গের স্থানে স্থানে বিশ্রামযোগ্য উপবেশন স্থান আছে।[১৩] পৰ্ব্বতের পূর্ব, দক্ষিণ ও পশ্চিমদিকে বহুবিধ পল্লী, জলাশয় ও আম্রকাননসমাকীর্ণ নাগপুরপ্রান্তর নয়নগোচর হয় । উত্তর দিকে দুই মাইল প্রশস্ত একটি উপত্যকার পর নিরবচ্ছিন্নভাবে জঙ্গলময় পৰ্ব্বতশ্রেণী পরিদৃষ্ট হইয়া থাকে, এই পৰ্ব্বতমালার অনতিদূরে বিন্ধাশৈলশ্রেণী শির উত্তোলন করিয়া দণ্ডায়মান রহি কালিদাস প্রণীত গ্রন্থের ভৌগোলিক তত্ত্ব । ૨ જે ૭ য়াছে। রামটিক পৰ্ব্বতের প্রধান প্রধান মন্দির গুলি রামের নামে উৎসর্গীকৃত, প্রতিবৎসর এই স্থানে বহুসংখ্যক যাত্রীর সমাগম হয়(১১)। যাত্রীদিগের এই উৎসব চান্দ্র কাৰ্ত্তিক মাসের পূর্ণিমা হইতে আরম্ভ হইয়! দশদিন থাকে। যাত্রিগণ প্রধানত: নাগপুর ও নিজামের রাজ্য হইতে আসিয়া থাকে ; ইহাদের সংখ্যা প্রায়ই এক লঙ্কের নুনি হর না । মন্দিরের উত্তরদিক্‌বৰ্ত্তী পৰ্ব্বতগহবরে একটি প্রশস্ত ও সুন্দর জলাশয় আছে । এই জলাশয়েব চারিদিকে কতকগুলি সুদৃশ্য ক্ষুদ্র দেবালয় দৃষ্ট হয়। পৰ্ব্বতশিখরস্থ মন্দির হইতে এই গুহাস্তিত দেবালয় পৰ্য্যস্ত একটি সুগঠিত, সুন্দর ও স্বপ্রশস্ত প্রস্তরময় সোপান আছে । রামটিকের অক্ষাংশ ২১ ডিগ্রি, ২৪ মিনিট, দ্রাঘিম! ৭৯ ডিগ্রি, ২২ মিনিট (১২) । যক্ষদূত মেঘ রামগিরি হইতে ক্রমাগত উত্তরমুখে যাইতে আদিষ্ট হয় । অধ্যাপক উইলসন লিখিয়াছেন; মেঘ আদৌ পূৰ্ব্বাভিমুখ হইয়া পরে উত্তরমুখে কৈলাসগন্তব্য পথে যাইতে আদিষ্ট হইয়া ছিল।(১৩) কিন্তু মেঘদূতের সহিত ইহার একতা লক্ষিত হইতেছে না । বোধ হয় উইলসন মেঘদূতের পঞ্চদশ কবিতালিখিত পুবস্তাৎ (S) Asiatic Anual Registor for 1806. 像 (> *) As. Res. Wol. xviii., p. 206. (SS) Jenkins, Report on Nagpur, p. 53. (ss) Thortom, Gazetteer of India, Vol. iv. p. 295-296. Comp. Ilamiltoni, East Iudia Gazetteor, Vol. ii. p. 458. (>3) Wilson's Mleghai Luta, verse 95, 11ute,