৩৪ মনোরঞ্জন করিতে পারে না । তোমার দর্শন, বিজ্ঞান, সকলই অসার—সকলই অন্ধের মৃগর । আজিকার বর্ষার দুৰ্দ্দিনে, —আজি এ কালরাত্রির শেষ কুলগ্নে, —এ নক্ষত্রহীন অমাবস্তার নিশীথ মেঘাগমে—আমায় আর কে রাখিবে ? এ ভবনদীর তপ্ত সৈকতে, প্রখরবাহিনী বৈতরণীর আবৰ্ত্তভীষণ উপকূলে—এ --용 কেনভাল বাসি ? बष्णुर्भश्म *१: s ३vā ! দুস্তর পারাবারের প্রথম তরঙ্গমালার প্রঘাতে, আর আমায় কে রক্ষা করিবে ? অতিবেগে প্রবল বাতাস বহিতেছে— অন্ধকার, প্রভো ! চারিদিকেই অন্ধকার! আমার এ ক্ষুদ্র ভেলা দুষ্কৃতের ভরে বড় ভারি হইয়াছে। আমায় কে রক্ষা করিবে ? ^ جيج يحج -مميتي 3 يونيو چs$ কেন ভাল বাসি P S. কি দিব উত্তর ? আমি কেন তাল বালি? আজি পারাবার সম, হায় ভালবাসা মম, কেন উপজিল সিন্ধু, এই অম্বুরাশি, কে বলিবে? কে বলিবে কেন ভালবাসি? R অনন্ত অতল সিন্ধু ! পশি বারি তলে, কেমনে বলিব বল, কোথা হতে নিরমল, বহিল সে ক্ষুদ্রস্রোত, পরিণাম যার, আজি প্রিয়তমে, এই প্রেম পারাবার। סא যে তরু অনন্য ছায়া হৃদয় অামার, করিয়াছে,আজপ্রিয়ে! কেমনে চিরিয়েহিয়ে, 'দেখাব সে পাদপের অঙ্কুর কোথায় ? কেন ভাল বাসি হায় ! বুঝাব তোমায় ।
- 8 ছায় রে হৃদয় যবে, কিশোর কোমল, প্রেমের প্রতিমা তীয়, কেমনে অঙ্কিত হায় হইল অজ্ঞাতে, তুমি জান শশধর ; কেন ভালবাসি, তুমি দাওনা উত্তর।
& তুমি কাল ! জান তুমি, নিরাশ্য-অনলে; গোপনে হৃদয় মম, পুড়িয়া পাষাণ সম, করিয়াছ, মুদ্রিয়াছ গভীর রেখায় স্কৃতি অস্ত্রে, নিরুপম সেই প্রতিমায়। مها؟ কত দিন কত বর্ষ ! জান তুমি কাল! এহৃদয় যার তরে, জলিয়াছে স্তরে স্তরে, ফাটিয়াছে বুক, তবু ফুটেনি বচন । কেন ভাল বাসি তারে কইনা এখন । 囊 কেন বাসি ভাল ? তুমি সচন্দ্ৰ শৰ্ব্বরি, দেখেছ প্রথম তুমি, এহৃদয় বনভূমি— সুখময়, ঝলসিতে সে রূপ-কিরণে, প্রবেশিতে দাবানল কুমম-কাননে । ゲ ছিল এহুদয় ক্ষুদ্র প্রেমসরোবর, একটু নক্ষত্র তায়, ভাসিত,সে চিত্ত হয়। কেন মরুময় আজি পিপাসা লহরী ?— কেন ভালবাসি, কহ সচন্দ্ৰ শৰ্ব্বরি ।