পাতা:বঙ্গদর্শন-পঞ্চম খন্ড.djvu/৩০৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

אי לס\ ছুঃখে মুহমান হইয়া স্বাভাবিক বিবেচনাশক্তিবিরহিত হইয়াছে, তাহার স্বাধীনতার উপর হস্তক্ষেপ করিবার নিশ্চয়ই, বন্ধুবান্ধব আত্মীর স্বজন সমাজের বিলক্ষণ ক্ষমতা আছে। হিন্দুরমণীর ইহসংসারের সৰ্ব্বস্বধন স্বামী । যে মুহুর্তে সেই স্বামীরত্ন সে জন্মের মত হারাইল তখন কি তাহার বুদ্ধি স্থির থাকিতে পারে ? যখন গৃহ তাহার নিকট শ্মশান ; সংসার, মরুভূমি ; দিবালোক, অন্ধকার; জীবনবিড়স্বনা মাত্র তখন কি তাহার বিবেচনাশক্তি প্রকৃতিস্থ থাকিতে পারে ? কখনই না ; এবং সেই অবস্থায় কি তাহার কোন গুরুতর কার্যের অনুষ্ঠান করা উচিত, ন, তাহাকে কোন গুরুতর কার্য্য করিতে স্বাধীনতা দেওয়া উচিত ? এ প্রকার চিত্তবিকলতার সময় গুরুতর কাৰ্য্যামুষ্ঠানের স্বাধীনতা থাকা,কোন ক্রমেই উচিত নহে। সুতরাং সহমরণ প্রথা প্রচলিত থাকাও বিধেয় নহে । হিন্দু বিধবার নিজের দুঃখ, তাহার জন্য তাহার আত্মীর স্বজনের দুঃখ বর্ণনা করিরা, লেখক বলিয়াছেন, যে, “ বিধবার মরাই ভাল ।” বর্ণনা ঘথার্থই হৃদয়ভেদী হইয়াছে ; পড়িতে পড়িতে চক্ষের জল সম্বরণ করা যায় না ; পাষাণ বিগলিত হর । কিন্তু পূৰ্ব্বে বলিরাছি, এবং আবার বলিতেছি যে যতই কেন দুঃখ হউক না, দুঃখের জন্য কাহারও আত্মবিনাশের অধিকার নাই। এস্থলে আর একটি কথা জিজ্ঞাসা করি, দুঃখের वक्रलऑन । ( কাৰ্ত্তিক । জন্য আত্মহত্যার অধিকার থাকিলে তাহার সীমা কোথায় থাকিবে ? দুঃখের জন্য মরিবার অধিকার থাকিলে যাহার দুঃখ অসহ বোধ হইবে, সেই মরিতে পারিবে। আমি পারিব,তুমি পরিবে,রাম পরিবে, শুাম পরিবে, হরি পরিবে, যন্থ পারিবে, কে পারিবে না ? সকলেই পারিবে। এ সংসার ত দুঃখের সংসার। দারিদ্র্য,রোগ,শোক,জরা প্রভৃতি বিবিধ দুঃখে সংসার পরিপূর্ণ। যদি বিধবাকে মরিতে অধিকার দেও, অন্য সকলকেও দিতে হইবে । ভাল ; যেন তাহা দিলে, কিন্তু ঐ নিরমটি কি বেস্থাcभङ्ग श्ऊिदांन ल*नमश्रङ झईल । cए কাৰ্য্য ও নিয়মের গতি (tendency) ংসারের বিনাশের দিকে তাহ! কি কখন হিভবাদদর্শনসঙ্গত হইতে পারে ? সহস্র দুঃখযন্ত্রণ। মস্তকে বহন করিয়া জগতের হিতের জন্য জীবনধারণ করাই নীতিশাস্ত্রের অমুমোদিত । কষ্টের জন্য আত্মবিনাশ ত স্বার্থপরের কাজ । সতীদাহ-লেখক বলেন, যে, সহমরণ সতীত্বের আশ্চৰ্য্য দৃষ্টান্ত ; এবং সে দৃষ্টাস্তে জনসমাজের প্রভূত উপকার। আমরা বলি যে,শোকাবেগসম্বরণে অক্ষম হইয়। মুহুর্ত মধ্যে শরীর ভস্মসাৎ করা অrপক্ষা, কি দীর্ঘজীবনের পরোপকার, ইন্দ্রিয় দমন, সহিষ্ণুতা, ও পবিত্রতার দৃষ্টান্ত, শ্রেষ্ঠতর নহে? একদিনের আত্মবিসর্জন অপেক্ষ দৈনিক আত্মবিসর্জন (“Martyrdom of daily life”) f商