>sb8 1) দিয়া সরকারি টাকা অপহরণ করিয়াছ— কেমন এখন বলিবে ?” পোষ্ট্র বাবু থরহরি কঁাপিতে লাগিল— বলিল—“ আপনি রাগ করেন কেন ? আমি ত আপনাকে চিনিতাম নাবাজে লোক মনে করিয়াই ওরূপ বলিয়াছিলাম—আপনি যখন আসিয়াছেন, তখন যাহা জিজ্ঞাসা করবেন, তাহা বলিব ।” মা ! কত দিন অস্তুর ব্ৰহ্মানন্দের চিঠি আসে ? পোষ্ট । ঠাওর নাই । মা । তবে রেজিষ্টরি হইয়াই চিঠি আসে ? প্রায় মাসে মাসে—ঠিক পোষ্ট । হা—প্রায় অনেক চিঠিই রেজিষ্টরি করা । মা ! কোন আপিয হইতে রেজিষ্টরি হইয়া আইসে ? পোষ্ট । মনে নাই । মাধবী। তোমার আপিযে একখানা করিয়া রশীদ থাকে না ? c°ाठे भाछेद्र तौल भूछिब्र! दाश्ब्रि করলেন । একখানি পণ্ডিয়া বলিলেন, “ প্রসাদপুর ” “ প্রসাদপুর কোন জেলা ? তোমাদের লিষ্টি দেখ ।” পোষ্ট মাষ্টর কঁাপিতে কঁাপিতে ছাপান লিষ্টি দেখিয়া বলিল, “বশোর ” মা ! দেখ, তবে আর কোথা কোথা क्लष*कtrखुद्र डेईल । ৩২৭ হুইতে রেজিষ্টরি চিঠি উহার নামে আসিয়াছে । সব রশীদ দেখ । পোঃ বাৰু দেখিলেন, ইদানীন্তন যত পত্র অসিয়াছে, সকলই প্রসাদপুর হहे८ङ । भाशदौनाथ cशाटे भाडेब्र वायूब्र কম্পমান হস্তে একখানি দশ টাকার নোট দিয়া বিদায়গ্ৰহণ করিলেন । তথনও হরিদাস বাবাজীর হকা জুটিয় উঠে নাই । মাধবীনাথ হরিদাসের জন্যও একটি টাকা রাখিয়া গেলেন । বলা বাহুল্য যে পোষ্ট বাবু তাহা আত্মসাৎ করিলেন । পঞ্চত্রিংশ পরিচ্ছেদ । মাধবীনাথ হাসিতে হাসিতে ফিরিয়া আসিলেন । মাধবীনাথ, গোবিন্দলাল ও রোহিণীর অধঃপতনকাহিনী সকলই পরম্পরায় শুনিয়াছিলেন। তিনি মনে মনে স্থিরসিদ্ধান্ত করিয়াছিলেন, যে রোহিণী, গোবিন্দলাল একস্থানেই, গোপনে বাস করিতেছে । ব্ৰহ্মানন্দের অবস্থাও তিনি সবিশেষ অবগত ছিলেন–জানিতেন যে রোহিণী তিয় তাহার আর কেহ নাই । অতএব যখন পোষ্ট আপিষে জানিলেন যে ব্ৰহ্মানন্দের নামে মাসে মাসে য়েজিইfয় হইয়া চিঠি আসিতেছে—তখন বুঝিলেন যে, হয় রোহিণী, নয় গোবিন্দলাল তাহাকে মাসে মাসে খরচ পাঠায়। প্রসাদপুর হইতে চিঠি আসে, অতএব উভয়েই প্রসাদপুরে কিম্ব তাহার নিকটবর্তী ।
পাতা:বঙ্গদর্শন-পঞ্চম খন্ড.djvu/৩২০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।