مي!y: نيمه বিষয়ক একখানি গ্রন্থ মহাভারত হইতে সঙ্কলিত করিয়া রাখিয়াছেন । তাহাতে কোমত ও হর্বট স্পেন্সরের মত খণ্ডন আছে ; এবং ডারুইন যে বলেন (বলেন কিনা, তাহা ঈশ্বর জানেন) যে মাধ্যাকর্ষণের বলে পৃথিবী স্থির আছে তাহারও প্রতিবাদ করিয়াছেন। ঐ গ্রন্থে মালতীমাধব হইতে চারি পাঁচটা শ্লোক উদ্ধত করা হইয়াছে, সুতরাং এখানি মোটের উপরে ভারি রকমের গুরুবিষয়ক গ্রন্থ হইয়া উঠিয়াছে । ভরসা করি সমালেt. চনাকালে আপনারা বলিবেন, বাঙ্গাল ভাষায় ইহা অদ্বিতীর । ভরসা করি গুরুবিষয় ছাড়িয়া লঘু বিষরে আপনার অভিরুচি হুইবে না । কেন না, সে সকলের কিছু অসুবিধা । cখাষনবিশপুল্ল একখানি নাটকের সরপ্রাম প্রস্তত রাখিয়াছেন বটে ; নায়িকার নাম চন্দ্র কলা কি শশিরম্ভ। রাখিবেন স্থির করিয়াছেন,—তাহার পিতা বিজয়পুরের রাজা ভীমসিংহ; আর নায়ক আর একটা কিছু সিংহ ; এবং শেষ অঙ্কে শশিরস্তা নায়কের বুকে ছুরি মরিয়া আপনি হা হতোশ্মি করিয়া পুড়ির মরিবেন, এই সকল স্থির করিয়াছেন । কিন্তু নাটকের আদ্য ও মধ্যভাগ কি প্রকার হইবে, এবং অন্যান্য “ নাটকোল্লিখিত• ব্যক্তিগণ” কিরূপ করিবেন,তাহ কিছুই স্থির কপিতে পারেন নাই। শেষ অঙ্কের ছুরি যার সিনের কিছু লিখিয়া রাখিয়াছেন; এবং আমি শপপপূৰ্ব্বক আপনার নিকট বলিতে बछल्लकॉन । ( পোষ । পারি যে, ষে কুড়ি ছত্র লিখিয়া রাখিয়াছেন, তাহাতে আটটা “ হা সখি !” এবং ক্তেরটা “ কি হলো ! কি হলো !” সমাবেশ করিয়াছেন। শেষে একটি গীতও দিয়াছেন—নায়িক ছুরি হস্তে করিয়া গারিতেছে; কিন্তু দুঃখের বিষয় এই যে নাটকের অন্যান্য অংশ কিছুই লেখা श्ब्र माहे । - যদি নবেলে আপনার আকাঙ্ক্ষী হর, তাহা হইলেও আমরা অর্থাৎ খোযনবিশ কোম্পানী কিছু অপ্রস্তুত। আমরা উত্তম নবেল লিখিতে পারি, তবে কি না ইচ্ছা ছিল যে বাজে নবেল না লিখিয়া ডন কুইকসোট বা জিলরার পরিশিষ্ট লিখিব । দুর্ভাগ্যবশতঃ দুইখানি পুস্তকেয় একখানিও এপর্য্যস্ত আমাদের পড়া হয় নাই। সম্প্রতি মেকলের এসের পরিশিষ্ট লিখিয়া দিলে আপনার কার্ঘ্য হইতে পারে কি ? যদি কাব্য চাহেন, তষে মিত্রাক্ষর অমিত্রাক্ষয় বিশেষ করিয়া বলবেন। মিত্র ক্ষর আমাদের হইতে হইবে না— আমরা পয়ার মিলাইতে পারি না । তবে অমিত্রাক্ষর ষত বলিবেন, তত পারিব । সম্প্রতি খোষনবিশের ছান, জীমূতনদ বধ বলিয়া একখানি কাব্যের প্রথম थ७ शिथिग्रा ब्राथिम्राटझ्न । हेश caाग्न মেঘনাদবধের তুল্য-দুই চারিট নামের প্রভেদ আছে মাত্র। চাই ? আর যদি লঘু গুরু সব ছাড়িয়া, খোষ নবিশি রচনা ছাড়িয়া, সাফ কমলাকাস্তি
পাতা:বঙ্গদর্শন-পঞ্চম খন্ড.djvu/৩৮১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।