পাতা:বঙ্গদর্শন-পঞ্চম খন্ড.djvu/৩৯৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*२४8 ।) যখন ঠিকানা পাইতেছে না, তখন বাবা কি প্রকারে সন্ধান পাইবেন । কিন্তু আমার বোধ হয় গোবিন্দলাল বাৰু श्रां★निहे श्लूमशै८ब्र श्रांजिब्रा बनिएचन । প্রসাদপুরের সেই ঘটনার পরেই তিনি शनि रुजूनअँटिग्र cनशा निरउन, उांश হইলে তিনিই যে সেই প্রসাদপুরেয় বাবু,এ কথায় লোকের বড় বিশ্বাস হইত। ५हे छभाई cबांश झग्न, ५ड़ लिन लिनि আইসেন নাই। এখন আসিবেন,এমন ভরসা করা যায় । ভ্র । আমার কোন ভরসা নাই । श! ।। ५क्षिरँश् चांग्मन् । ভ্র । যদি এখানে অসিলে তাহার মঙ্গল হয় তবে দেবতার কাছে আমি কারমনোবাক্যে প্রার্থনা করি, তিনি আসুন। যদি না আসিলে তাহার মঙ্গল হয়, তবে কায়মলোবাক্যে প্রার্থনা করি, আর ইহজন্মে তাহার হরিদ্রাগ্রামে না আসা হয় । যাহাতে তিনি নিরাপদ থাকেন, ঈশ্বর তাহাকে সেই মতি দিন । যা । আমার বিবেচনায় ভগিনি তোমার সেইখানেই থাকা কর্তব্য । কি জানি তিনি কোন দিন অর্থের অভাবে আসিয়া উপস্থিত হয়েন? যদি আমলাকে অবিশ্বাস করিয়া তাহাদিগেয় সঙ্গে সাক্ষাৎ না করেন ? তোমাকে না দেখিলে তিনি ফিরিয়া যাইতে পারেন । ভ্র। আমায় এই রোগ। কবে ময়ি কবে বাচি-আমি সেখানে কার আ ॐटम्न १ोंकिद् ? कुरुकोरखन्न उँहेण Be wరి शां । वन शनेि नां झग्न पञांमङ्गt ८करु গিয়া থাকিব--তথাপি তোমার" লেখানেই থাকা কৰ্ত্তব্য । ভ্রমর ভাবিয়া বলিল, “আচ্ছা, আমি হলুদগায়ে ষাইব । মাকে বলিও, কালই আমাকে পাঠাইয়া দেন। এখন তোমাদের কাহাকে যাইতে হইবে না। কিন্তু আমার বিপদের দিন তোমরা দেখা দিও।” য। কি বিপদ ভ্রমর ? ভ্রমর কাদিতে কঁাদিতে বলিল, “যদি তিনি আসেন ?” য। সে আবায় বিপদ কি ভ্রমর ? তোমার হারাধন ঘরে যদি আসে, তাহার চেয়ে—আহলাদের কথা আর কি एञांग्छ् ? ब । श्रांश्लॉल निशि ! কথা আমার আর কি আছে ! ভ্রমর আর কথা কহিল না । তাহার মনের কথা যামিনী কিছুই বুঝিল না। ভ্রমরের মৰ্ম্মাস্তিক রোদন, যামিনী কিছুই বুঝিল না । ভ্রমর, মানসচক্ষে, ধূমময় চিত্রবৎ, এ কাণ্ডের শেষ যাহা হইবে তাহা দেখিতে পাইল । যামিনী কিছুই দেখিতে পাইল না। যামিনী বুঝিল না যে গোবিন্দলাল হতাকারী, ভ্রমর তাহ, ভুলিতে পারিতেছে না। स्नांश्लitप्ाश्च