পাতা:বঙ্গদর্শন-পঞ্চম খন্ড.djvu/৪৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8ヶ প্রাপ্তপ্রন্থের সংক্ষিপ্ত সমালোচনা। জন আর এক জনকে জিজ্ঞাসা করিল, “কুমুদিনি রজনীকান্ত অমন করে ফিরে গেল কেন?” কুমুদিনী উত্তর করিল बजन*म ?व5 $ ९४8 !

    • cवां५ झग्न ठाiभां८क-ञांभां८लङ्ग ८ल८१ ।” তখন কুমুদিনী কঁাদিতেছিল।

- صحيحrrتمجين : 3 يوميه مع سح প্রাপ্তগ্রন্থের সংক্ষিপ্ত সমালোচনা । রায় দীনবন্ধু মিত্র বাহাদুর প্রণীত গ্রন্থাবলী। গ্রন্থকারের জীবনীসম্বলিত ক্ষ কয়বৎসর হইল বঙ্কিম বাবু বঙ্গদর্শনে প্রকাশ করিয়াছিলেন, যে ৬ দীনবন্ধু মিত্রের গ্রন্থাবলী তাহার তত্ত্বাবধারণে পুনমুদ্রিত করিবেন । কিন্তু বঙ্কিম বাবু অনবকাশবশতঃ নিজ কৃত অঙ্গীকার রক্ষা করিতে পারেন নাই। এক্ষণে দীনবন্ধু বাবুর পুত্ৰগণ কর্তৃক সেই সকল গ্রন্থ পুনমুদ্রিত হইয়াছে। বঙ্কিম বাবু কেবল গ্রন্থকারের একটি জীবনী লিখিয়া দিয়াছেন । তাহা এই সংগ্রহে সন্নিবেশিত হইয়াছে । পাঠকগণ শুনিয়া আহলদিত হইবেন, যে এই সংগ্রহে দীনবন্ধু বাবুর কতকগুলি নূতন রচনা সন্নিবেশিত হইয়াছে। মুরধুনী কাব্যের প্রথম ভাগ দীনবন্ধু বাবু প্রকাশিত করিয়া গিয়াছিলেন, তাহার দ্বিতীয় ভাগ এই প্রথম প্রচারিত হইল। এতদ্ভিন্ন “ পোড়া মহেশ্বর” নামে একটী

  • রায় দীনবন্ধু মিত্রের গ্রন্থাবলী। গ্রন্থকারের জীবনী সম্বলিত। তৎপুত্রগণ কর্তৃক সংগৃহীত এবং প্রকাশিত। কলি‘ कुtउl । *िद्विश्j-वेिब्रिज़ ।. ०४११ ।।

গদ্য প্রবন্ধ এই প্রথম প্রকাশিত হইল। এতৎ পাঠে অনেকেই বুঝিতে পারিবেন যে মনে করিলে দীনবন্ধু বাবু অতি উৎকৃষ্ট গদ্য রচনা করিতে পারিতেন । “ প্রভাত” নামে পদ্য, এবং “ যমালয়ে জীয়ন্ত মানুষ” ইত্যাখ্যেয় গদ্য প্রবন্ধ বঙ্গদর্শন হইতে পুনমুদ্রিত হইয়া ইহাতে সন্নিবেশিত হইয়াছে । বঙ্কিম বাবুর লিখিত জীবনী মধ্যে পাঠকেরা “জামাই ষষ্ঠী” নামে একটি পদ্যের উল্লেখ দেখিবেন । উহ! প্রথমে প্রভাকরে প্রকাশিত হইয়াছিল। এক্ষণে পচিশ কি ত্রিশ বৎসর পরে প্রথম পুনমুদ্রিত হইল । উহাকে কতকটা অশ্লীলতাদোষে দূষিত বলিয়া স্বীকার করিতে হইবে, কিন্তু তাহা হইলেও উহাতে হাস্যরসের অবতারণার যুব কবির অসাধারণ ক্ষমতার পরিচয় আছে। বোধ হয় দীনবন্ধুর কোন পদ্য রচনায় এতটা হাস্যরসের জাধিক্য নাই। প্রথম প্রকাশকালে, ঐ কবিতা বঙ্গসমাজে এতাদৃশ সমাদৃত হইয়াছিল, যে সেই সংখ্যক প্রভাকর খানি পুনমুদ্রিত কুরিয়া ঈশ্বর গুপ্ত তাহ अडि९७थाछे जाना মূল্যে বিক্রয় করিয়া ছিলেন।