3२४ 8 ) শোভিছে তেমতি । চির পরিচিত যত অমর বিভব । শচী পেয়ে পুনরায় অমরার মাঝে অমর হাসিছে আজি । কিন্তু স্বৰ্গ আজি অস্করপীড়িত, পরাধিকৃত দেশ চিত্তময়ী ইন্দ্ৰপ্রিয়া শচীর হৃদয়ে সে পোড়া দহন আজি । দেশবৎসলগণকে এই দেশবৎসলার রোদন টুকু পড়িতে অনুরোধ করি । শচী রোদন করিতেছিলেন, এমত সময়ে বৃত্রপ্রেরিত রতি শচীর নিকটে আসিরা বলিলেন, দৈত্যপতি শচীকে মুক্ত করিবার জন্য ডাকিয়াছেন । শচী কবির অপূৰ্ব্ব স্বষ্টি । পঞ্চমসর্গে বখন নিঃসহায়ে অরণ্যে, সন্মুখীন ভীষণাক্ষর দেখিয়া, ' চপলা, তাহাকে ; ছদ্মবেশ ধরিতে বলিরছিল—শচী তখন বলিয়াছিলেন আসিছে দংশিতে ফণী, করুক দংশন । নিজরূপ, সখি, নাহি ত্যজিব এখন । এখনও সেই শচী। রতি মুক্তিস্বচক শুভসস্বাদ শুনাইতে আসিলে,শচী বলি লেন ÉÉ —শুভ সমীচীর শুনাতে আমায়. যদি শুনাইতে আজ তাপিত শচীর ন;থ বাসব আপনি প্রবেশিলা অমরায়—স্বহস্তে মোচন করিতে ভাৰ্য্যার দুঃখ ! কিম্বা পুত্র মম জয়ন্ত জননী-ক্লেশ করিয়া নিঃশেষ আসিছে বসিতে কোলে হে অনঙ্গরমে, বৃত্তসংহার। 8లి না রতি, কহ গেদৈত্যে—চাহি ন উদ্ধার সহিব এ কারাবাসে অশেব যন্ত্রণ, পতি হস্তে যত দিন মুক্তি নহে মম!” এত কহি স্থির নেত্রে শূন্য দেশে চাহি উচ্ছাদিল চিত্তবেগ—“হেপিবে শৈলী வி, জীব দুঃখ বিনাশিনি, শচী নিজালয়ে সেবিবে ঐন্দ্রিলা-পদ-দেখিবে তা তুমি?” নীরবিল বাসব-বাসন সুরেশ্বরী। স্থলপদ্ম-তুল্য, মরি, উৎফুল্ল বদনে শোভা দিল অপরূপ! প্রভাতিল যেন তাড়িত কিরণ স্থির তুষার রাশিতে আভাময়,—আভাময় করি দশ দিক্ ! শিহরিলা অনঙ্গ-মোহিনী হেরি শোভা; ভাবি মনে অস্বরের ক্রোধন মুরতি, কাদিয়া চলিলা ধীরে ঐন্দ্রল-অগারে পঞ্চদশ সর্গে স্বৰ্গদ্বারে স্বরাস্বরের যুদ্ধ এবং অমুরের পরাভব । অমুরের পরা - ভব দেখিয়া বৃত্র স্বয়ং দেববিজয়োদেশে শিধদত্ত ত্রিশূল পরিত্যাগ করিলেন । অব্যর্থ ত্ৰিশূলের ত্রাসে সকল দেবগণ লুক্কায়িত হইলেন–ত্রিশূল লক্ষ্য না পাই য়। বৃত্রের করেই ফিরিয়া আসিল । এই যুদ্ধ বর্ণনায় অনেকটা মহাভারতি গন্ধ আছে —এবং স্থানে স্থানে মহাভারতি অত্যু ক্তিও আছে--ঘথা পড়ে ভীম জটামুর (সঙ্গে ফিরে যার দ্বিকোটি দানব নিত্য ) কিন্তু মধ্যে মধ্যে কবিত্ব-কুমমও আছে। যথা, যেখানে বৃত্র,
পাতা:বঙ্গদর্শন-পঞ্চম খন্ড.djvu/৪৪৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।