☆リg i) হইতে পারিল না। তাহার পর গোবিন্দলাল হত্যাকারী। তখন গোবিন্দলালের आशा छब्रन भूब्रfईल । अककtब्र श्रांप्णांকের সন্মুখীন হইল না। কিন্তু তবু, সেই পুনঃপ্রজলিত, দুৰ্ব্বার, দাহকারী ভ্রমরদর্শনের লালসা বর্ষে বর্ষে, মাসে মাসে, দিনে দিনে, দণ্ডে দণ্ডে, পলে পলে, গোবিন্দলালকে দাহ করিতে লাগিল। কে এমন পাইয়াছিল ? কে এমন হারাইয়াছে ? ভ্রমরও দুঃখ পাইয়াছিল, গোবিন্দলালও দুঃখ পাই- . য়াছিল। কিন্তু গোবিন্দলালের তুলনায় ভূমর স্বৰী। গোবিন্দলালের দুঃখ মনুষ্যদেহে অসহ্য।—প্রমরের সহায় ছিল —যম সহায় । গোবিনালালের সে সহায়ও নাই । আবার রজনী পোহাইল—আবার স্বৰ্য্যালোকে জগৎ হাসিল । গোবিন্দगाल श्रृंश् श्हेप्ड निकुख श्हेप्शन - রোহিণীকে গোবিন্দলাল স্বহস্তে বধ করিয়াছেন—ভ্ৰনরকেও প্রায় স্বহস্তে বধ कब्रिग्रार्छन । जाहे उदिएउ उादिष्ठ বাহির হইলেন । আমরা জানি না যে সে রাত্রি গোবিস্বলাল কি প্রকারে কাটাইয়াছিলেন। বোধ হয় রাত্রি বড় ভয়ানকই গিয়াছিল। দ্বার খুলিয়াই মাধবীনাথের সঙ্গে তাহার সাক্ষাৎ হইল। মাধবীনাথ তাহাকে দেখিয়া,মুখপানে চাহিয়া রছিলেন —মুখে, শয়ষ্যের সাধ্যাতীত রোগের ছায়া ! মাধবীনাথ তাহার সঙ্গে কথা কছিলেন कुरुको८ख्ब्र ਚੇੰਸ਼ 8won না-মাধবীনাথ মনে মনে প্রতিজ্ঞাকরিয়াছিলেন যে ইহজন্মে আর গোবিন্দলালের সঙ্গে কথা কহিবেন না । বিনা বাক্যে মাধবীনাথ চলিয়া"গেলেন । cशदिनालांग:शृश् श्ईcउ निकुख शहैब्रां ভ্রমরের শয্যাগৃহতলস্থ সেই পুম্পোদ্যানো গেলেন। যামিনী যথার্থই বলিয়াছেন সেখানে আর পুষ্পোদ্যান নাই। সকলই ঘাস খড় ও জঙ্গলে পুরিয়া গিয়াছে— হুই একটি অমর পুষ্পবৃক্ষ সেই জঙ্গলের মধ্যে অৰ্দ্ধমৃতবৎ আছে—কিন্তু তাহাতে আর ফুল ফুটে না। গোবিন্দলাল অনেক ক্ষণ সেই খড়বনের মধ্যে বেড়াইলেন। অনেক বেলা হইল—রেীদ্রের অত্যস্ত তেজঃ হইল—গোবিন্দলাল বেড়াইয়া cबड़ाईबा वाख श्ब्रा cनरय निकुख् হইলেন। তথা হইতে গোবিন্দলাল কাহারও সঙ্গে বাক্যালাপ না করিয়া, কাহারও মুখপানে না চাহিয়া বারুণী পুষ্করিণীতটে গেলেন। বেলা দেড় প্রহর হইয়াছে। তীব্র রৌদ্রের তেজে বারুণীর গভীর কৃষ্ণোৰ্জ্জল বারিরাশি জলিতেছিল—স্ত্রী পুরুষ বহুসংখ্যক লোক ঘাটে স্নান করিতেছিল—ছেলেরা কালে জলে স্ফটিক চূর্ণ করিতে করিতে সাতার দিতেছিল। গোবিন্দলালের তত লোকসমাগম ভাল লাগিল না । ঘাট হইতে যে খানে বারুণীতীরে, তাহার সেই নান পুষ্পরঞ্জিত নন্দনতুল্য পুষ্পোদ্যান ছিল, গোবিন্দলাল সেই দিকে গেলেন। প্রথ
পাতা:বঙ্গদর্শন-পঞ্চম খন্ড.djvu/৪৬০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।