و"\ e && কিন্তু এক্ষণে ক্ষমা কর—তোমার দাস আমি, আমায় বিয়ে কর । এ জীবন তোমায় দিলাম।” বিনোদিনী আস্তে আস্তে বক্তার প্রতি মুখ ফিরাইয়া দেখিলেন যে, বক্তা শরৎকুমার। ভাবিলেন শরৎকুমার কবে পাগল হল—কই আমি ত শুনি নাই—বোধ হয় অনেক लिन श्हेप्७ श्रृंझना इहेग्राप्झ–शशन বিষয় দান করিরাছিল বোধ হয় সেই সমর হইতে । বিনোদিনীর মনে মনে যড় দুঃখ হইল, ভাবিলেন ইহাকে কোন কৌশলে বাড়ী লইয়া যাইতে হইবে। এই ভাবিয়া আস্তে আস্তে বলিলেন “আচ্ছা তোমার জীবন গ্রহণ করিলাম, কিন্তু বাড়ী গিয়া গ্রহণ করিব। এগানে গ্রহণ করিতে পারিব না, এস বাড়ী शाहे ।” শ। বাড়ী গেলে কি আমার সহিত তোমার বিরে দিবে ? আজ যে তোমার অন্যের সহিত বিয়ে হবে। বি। সে আমার দিদির–কুমুদিনীর বিয়ে । এতক্ষণ হয় ত হয়ে গেছে। এই কথায় শরৎকুমারের মাথায় বজাঘাত পড়িল । শরৎকুমার বলিলেন, “তুমি তবে কে? বিনোদিনী ?” বিনোদিনী বলিল, “স্থা আমি বিনোদিনী । চিনিতে পারিতেছ না কি ?” বিনোদিনী তখন বুঝিল তাহাকে কুমুদিনী ভাবিয়া শরৎকুমায় কথা কছি८डश्नि-cरून न इनिनैौब्रहे आघ বিয়ে। কুমুধিনীতে শরৎকুমার যে অতি चिशांनि । ( কৰ্ত্তন শয় অনুরক্ত বিনোদিনী তখন এই পর্যন্ত বুঝিল, এবং তাছাকে কুমুদিনী ভাবিয়াই শরৎকুমার বিবাহ করিতে চাহিতেছে। কিন্তু আর কিছুই ত বুঝিতে পারিল না। বলিল, “তোমার পাগলামি ত কিছুই বুঝিতে পারিতেছি না। তুমি বিনোদিনীকে কুমুদিনী ভাবিয়া বিবাহ করিতে চাহিতেছ, এইটুকু বুঝিতেছি। কিন্তু দিদিকে আজ তুমি ত ঘরে বসিয়া পাইতে । কোথায় বর সাজিয়া আমাদের বাড়ী গিয়া বিবাহ করিবে—না কোথায় ডাকাতি করিয়া আমাকে ধরিয়া আনিলে ?” শ। আমি তোমাকে ধরিতে পাঠাই নাই ; কুমুদিনীকে আনিতে পাঠাইয়া, ছিলাম । বি । তাই ব; কেন ? সেও ত তে{মারই জন্য ছিল । ধড় পাকড় টানাটানি কেন । শরৎকুমার অতি নৈরাশ্যব্যঞ্জক স্বরে বলিল, “সে যদি আমারই জন্য থাকিত তা হলে আমার এ অধঃপতন কেন ?” যে স্বরে শরৎকুমার এই কথা বলিলেন ভাহাতে বিনোদিনীর অন্তঃকরণে দয়া জন্মিল। বলিলেন; “ তোমার অধঃপতন যে হইরাছে তাহা বুঝিতেছি, কিন্তু তুমি যে ঘরে বসে দিদিকে পাইতে ন। তাহা বুঝিতেছি না।” শরৎকুমার উত্তর করিলেন না। অনেক ক্ষণ নীরব হইয়া য়ছিলেন। তৎপরে হঠাৎ বলিলেন,
পাতা:বঙ্গদর্শন-পঞ্চম খন্ড.djvu/৪৯৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।