পাতা:বঙ্গদর্শন-পঞ্চম খন্ড.djvu/৫১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

● ● ভারতে একতা । জানিতেন তাহা হইলেও এক প্রকার চলিতে পারিত । শিক্ষিত বাঙ্গালি ও প্লিক্ষিত মাত্রাঙ্গীর পরস্পর আলাপ করি তে হইলে ইংরেজী ভিন্ন অন্য উপায় नांझे । সযগ্রভারতে কখন এক ধৰ্ম্ম ও এক ভাষা প্রচলিত হইবে কি না এ প্রশ্নের মীমাংসা করা সহজ নহে। যিনি বিশ্বাস করেন যে, সত্যের জয় এককালে হই, বেই হইবে, তিনি নিজে যে ধৰ্ম্মাবলম্বী তাহাই সমস্ত ভারতের,—কেবল ভারতের কেন—সমস্ত পৃথিবীর ধৰ্ম্ম হইবে যলিয়া মনে করেন । কিন্তু আমরা এ স্তলে ধৰ্ম্ম সম্বন্ধে কোন প্রকার তর্ক বিতর্কে প্রবৃত্ত হইতে ইচ্ছা করি না । নব্য সম্প্রদারের মধ্যে এমন লোকও আছেন, র্যাহারা মনে করেন যে, ক্রমে ইংরেজী ভাষাই ভারতের সাধারণ ভাষা হইবে। র্যাহারা সে প্রকার বিশ্বাস করেন করুন, আমরা কিন্তু সে কথায় হাস্য না করিয়াথাকিতে পারি না । শত শত যোজন দূরবর্তী সমুদ্র মধ্যস্থ দ্বীপ বিশেষের ভাষা যে ভারতের বিংশতি কোট অধিবাসীর সাধারণ ভাষা হইবে,ইহার তুল্য অসন্তষ কথা কিছুই হইতে পারে না । সংসারে যদি কিছু অসম্ভব থাকে তবে উহাই সে অসম্ভব। মানবজাতির পুরাবৃত্তে এবম্বিধ १छेनाञ्च cरून झूछेखि *ां७ब्रा याब्र न । কোন প্রকায় যুক্তিতেও উক্ত বাক্যের সারবত্ত উপলব্ধি হয় না । এক সময়ে অনেক মের্জা সাহেবও পারস্যভাষা ভার তীয় সকল ভাষা লোপ করিবে বলিয়া স্থির করিয়াছিলেন । - প্রচলিত দেশীয় ভাষা সকলের মধ্যে যদি কোন ভাষার পক্ষে ভারতের সাধtরণ ভাষা হইবার সম্ভাবনা থাকে, তবে তাহা হিন্দি সম্বন্ধেই বলা যাইতে পারে। কেন না ভারতে হিন্দি ভাষাই সৰ্ব্বাপেক্ষা অধিক প্রচলিত। হিন্দি যে স্থানের প্রচলিত ভাষা নহে সেখানকার লোকও সহজ হিন্দিতে কথা বলিলে বুঝিতে পারেন। বাঙ্গালী ভাষা ও বাঙ্গালা সাহিত্যের যে প্রকার আশ্চর্য্য উন্নতি হইতেছে, হিন্দি ভাষার পক্ষে সে প্রকার না হওয়া অতিশর আক্ষেপের বিষয় । বাঙ্গালার ন্যায় হিন্দির উন্নতি হুইলে শতগুণ অধিক উপকারের সম্ভাবনা ছিল । কিন্তু মাঞ্জাজ প্রদেশ সম্বন্ধে এ কথা খাটে না । সেখানকার লোক হিন্দি বলিতেও পারে না বুঝিতেও পারে না। তবে কি ভারতবাসিগণের একতাস্থত্রে বদ্ধ হইবার কোন উপার নাই? এমন কি কোন সাধারণ ভূমি নাই যেখানে র্তাহারা সকলে মিলিয়া ভ্রাতৃভাবে দণ্ডীয়মান হইতে পারেন ? অনেক বুদ্ধিমান ব্যক্তি বলিয়া থাকেন যে, गश्रं ভারতবাসিগণ কখনই একতাবন্ধনে বন্ধ হইতে পরিবেন না । তাহার বলেন যে, এ দেশে কোন কালে যাহা হয় নাই তাহ। এক্ষণুে কি প্রকারে হইৰে। কোন बिश८ब्रहे बैंाहांटमब्र भिज माहे ॐांशंब्र কেমন করিয়া পরস্পর সংমিলিত হই