পাতা:বঙ্গদর্শন-পঞ্চম খন্ড.djvu/৫৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

&#r. ভারতে একতা । বfজনৈতিক উন্নতির দিকে প্রধাবিত । পুৰ্ব্বে কথন এ প্রকার হয় নাই । ইংরেজী শিক্ষা এখনই অল্প অল্প বুঝাইয়া দিতে আরম্ভ করিয়াছে এবং ক্রমে নিশ্চয়ই সম্পূর্ণরূপে বুঝাষ্টয়া দিবে যে, একতাবন্ধন ভিন্ন আমাদের উন্নতিৰ আশ। নাই। যিনিই কেন যাহা বলুন না, আমরা অগন্দিগ্ধ চিত্তে একটি আশা করিতে পারি যে, ভারতবর্ষ স্থাগু:স্ত সহস্ৰ বিষয়ে ছিন্ন বিক্রিয় থাকিলেও সকল ভারতবাসীর মধ্যে রাজনৈতিক একতা সংস্থাপিত হইতে পারে । ভারতবাসিগণ এক্ষণে এক রােজ্যর প্রণে, সকলকেই এক প্রকার রাজনৈতিক মঙ্গলামঙ্গলের অধীন হইতে হইতেছে। সুতরাং অন্ত সহস্র বিষয়ে অনৈক্য থাকিলেও আমাদের মধ্যে এই একটি সাধারণ সম্বন্ধ রহিয়াছে । এই সাধারণ ভূমিতে দণ্ডায়যান হইয়া আমরা ভ্রাতৃভাবে পরস্পরের হস্তধারণ করিতে পায়ি । অন্ত:স্ত বিযয়ে প্রভেদ সত্ত্বে ও আমরা সাধারণ রাজনৈতিক কষ্ট ও অভাব বিদূরিত করতে, এবং সাধারণ উন্নতি সংসাধন করিদার উদ্দেশ্যে সমবেত হইতে পারি। পৃথিবীর সুসভ্য জাতি সকলের ইতিহাস র্যাহার। পাঠ করিয়াছেন তাহারা এ কথা কখনই বলিতে পারেন না যে, এ প্রকার রাজনৈতিক সম্মিলন অসম্ভব । সুইজারলও, বেল্‌জ্যাম, ও জৰ্ম্মনির ইতিহাস একথার জাজ্জ্বল্যমান দুষ্টান্ত স্থল । সুইজারলণ্ডে রাজনৈতিক একতা বিল बजगwम ?३३ ४ ३४s ! ক্ষণ রহিয়াছে, অথচ উহার ভিল্ল ডিগ্ন কাণ্টনবাসিগণের মধ্যে ধৰ্ম্ম, বংশ, ও ভাষা এই তিম প্রধান বিষয়েই প্রভেদ দৃষ্ট হর । জৰ্ম্মেনিতে ধৰ্ম্মসম্বন্ধে ঘোরতর অনৈক্য বিদ্যমান রহিয়াছে —রোমান কাথলিক ও প্রটেষ্টাণ্ট এই দুই সম্প্রদায়ে অধিবাসিগণ বিভক্ত ; অথচ তাহদের মধ্যে রাজনৈতিক একত। বিলক্ষণ লক্ষিত হইতেছে। বেলজ্যাম দেশে ফুেমিস, ও ওয়ালুন নামক প্রদেশদ্বয়ের মধ্যে বংশ ও ভাষাসম্বন্ধে ভিন্নত। রহিয়াছে, অথচ তাহদের মধ্যে জাতীয়একতার ভ}ব বর্তমান । তাপরপর বিষয়ে প্রভেদ থাকিলেও রাজনৈতিক একতা যে সস্বদ্ধ হইতে পারে তদ্বিষয়ে কোন সন্দেহ হইতে পারে না । উল্লিখিত দৃষ্টান্ত কয়েকটি দ্বারা ইহাই প্রতিপন্ন হইতেছে যে, জাতীয়ভাবের যে সকল কারণের কথা বলা হইয়াছে,তাহার কার্য, সকল অবস্থায় অলঙ্ঘণীর নহে । নতুবা ভাষা, ধৰ্ম্ম প্রভৃতি প্রধান প্রধান কারণ সত্ত্বেও উপরিউক্ত কয়েকটি দেশে রাজনৈতিক একতা বদ্ধমূল হইতে পায়িত ন । o রাজনৈতিক একতা সংস্থাপন করিতে হইলে,ভষাবিভাগ অনুসারে ভারতবর্ষকে চtf8ভাগে বিভক্ত করা যাইতে পারে। বিহার হইতে পেসোয়ার পর্য্যন্ত হিন্দিভাষা, প্রচলিত, স্বতরাং এই প্রথম বিভাগ। উড়িষ্যা, বাঙ্গাল, ও আসাম এই তিন প্রদেশের ভাষা প্রোয় একই,