পাতা:বঙ্গদর্শন-পঞ্চম খন্ড.djvu/৭০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

amণম,8জ্য: ১২৮৪ ) আমাদের গৌরবের দুই সময় । 《: • মুত পরিবে না অবধড় !” মালী ঠিক বলিয়াছিল। মালী সেই দেবদুর্লভ ওষ্ঠাধরে যদি একবার মুখ দিয়া ফু দিত, তার পর যদি রোহিণী বঁচিয়া উঠিয়া, আবার সেই ঠোঁট ফুলাইয়া কলসীকক্ষে জল লইয়া, মালীর পানে চাহিয়া, ঘরে যাইত—তবে আর তাহাকে ফুলবাগানের কাজ করিতে হইত না। সে খোস্ত, খুরপো, নিড়িন, কঁচি, কোদালি, বারুণীর জলে ফেলিয়া দিয়া, এক দৌড়ে ভদরক-অ পানে ছুটত সন্দেহ নাই—বোধ হয় সুবর্ণরেথার নীল জলে ডুবিয়া মরিত। মালী অত ভাবিয়াছিল কি না বলিতে পারি না, কিন্তু মালী ফু* দিতে রাজি হইল না । অগত্যা গোবিন্দলাল তাহীকে বলিলেন, “তবে তুই এইরূপ ইহার হাত দুইটি ধীরে২ উঠাইতে থাক:—আমি ফু দিই। তাহার পর ধীরে২ তুীত নামাইবি ।” মালী তাহা স্বীকার করিল। সে হাত দুইটি ধরির ধীরে২ উঠাইল—গোবিনালাল, তখন সেই ফুল্লরক্তকুমুমকান্তি অধবযুগলে ফুল্লরক্তকুসুমকাস্তি অধরযুগল স্থাপিত করিরা—রোহিণীর মুখে ফুৎকার দিলেন । সেই সময়ে, ভ্রমব, একটা লাঠি লষ্টয়া একটা বিড়াল মারিতে যাইতেছিল । বিড়াল মারিতে, লাঠি বিড়ালকে না লাগিয়া, ভ্রমরেরই কপালে লাগিল । মালী রোহিণীর বাহুদ্বয় নামাইল । আবাব উঠাইল । আবার গোবিন্দলাল ফুৎকার দিলেন। আবার সেইরূপ হইল। আবার সেইরূপ পুনঃ পুনঃ করিতে লাগি লেন । দুই তিন ঘণ্ট। এইরূপ করিলেন। রোহিণীর নিশ্বাস বহিল। রোহিণী বাচিল । আমাদের গৌরবের দুই সময় । দ্বিতীয় অধ্যায় । 喙 বুদ্ধিবিপ্লবের ফল । (পূৰ্ব্বপ্রস্তাবের সংক্ষিপ্তার্থ।) আমরা পূৰ্ব্বপ্রস্তাবে প্রথম বুদ্ধিবিপ্লবের পূৰ্ব্বতন সামাজিক অবস্তা, উহাৰ কবিগ, প্রকৃতি, এবং উহা দ্বারা আন্তরিক ও বাহিক যে সকল উন্নতি হইরাছে তাহার উল্লেখ করিয়াছি । আৰ্য্য ও অনার্য্য সমা6পর একত্র বাস বিপ্লবের কারণ । ব্রহ্মণ ক্ষত্রিরে বিবাদ ত{হার উদ্দীপক। বিপ্লব কালের সকল সম্প্রদায়ের লোক হইতেই আমবা গ্রন্থাদি প্রাপ্ত হইয়াছি । এই সময়ে দর্শনের স্বষ্টি আইনের স্বষ্টি ও সৰ্ব্বভূতে দয়া, অহিংসাপরমধৰ্ম্ম প্রভৃতি উন্নত নীতির স্বষ্টি হয়। এক্ষণে উহার ফলগুলি একটু বিস্তাপত্ৰমে বর্ণনা করিব ।