ዓbr আমাদের গৌরবের দুষ্ট সময় । (মগধ সাম্রাজ্য হইতে ভারতবর্ষের কি উপকার হইয়াছে ।) মগধসাম্রাজ্য হইতে ভারতবর্ষের দুইট প্রধান উপকার হইয়াছে । বিদেশীর হস্তহইতে ভারতের উদ্ধার ও দক্ষিণাত্যে তাধিপত্য বিস্তার। এতদ্ভিন্ন আরও একটি আছে। সেইটী আমরা প্রথমে বলি । কতকগুলি চিন্তাশীল ব্যক্তি আছেন তাহদের মতে ক্ষুদ্র ক্ষুদ্র স্বাধীন রাজ্য থাকা প্রজাবর্গের স্বপস্বাচ্ছন্দের একমাত্র উপায় । আবার অনেকে আছেন তাহাদের মতে বৃহৎ সাম্রাজ্যই উন্নতির হেতু। দুই মতেই আংশিক সত্য উপলব্ধি হয়। ক্ষুদ্র ক্ষুদ্র স্বাধীন রাজ্য অসভ্য অবস্থায় ভাল। উচ্চাতে শীঘ্র শীঘ্র সভ্যতা বিস্তাব হয়, সাক্ষী গ্রীস ও ইতালী। কিন্তু সভ্যতা,উন্নতি একবার বদ্ধমূল হইলে বৃহৎ সাম্রাজ্যই সুবিধা ; রোম ও চীন এই দুই সাম্রাজ্যই প্রাচীন সভ্যতা বজায় রাখিয়া তাহার উন্নতি করিয়া গিয়াছে। মগধসাম্রাজ্যের অদৃষ্টে ঠিক তাছাই ঘটিয়াছিল। ক্ষুদ্র ক্ষুদ্র সভ্যরাজ্য করতলস্ত করিয়া মগধের উৎপত্তি । যতদিন মগধের সাম্রাজ্য ছিল ততদিন প্রজাবর্গের মুখ ছিল । মাগধের রাস্তাঘাট নিৰ্ম্মাণ করিত, চিকিৎসালয় বিদ্যালয় স্থাপন করিত, বিদ্যার উৎসাহ দিত । মগধেব দ্বারা কি উপকার হইয়t. ছিল, মগধ ধ্বংসের পর ভারতবর্ষের যে শোচনীয় অবস্থা ঘটিয়াছিল তাঙ্গ দেপিলেষ্ট জানা সষ্টবে। একজন ইতিহাস (बश्रम-[म, ?ःचः:, s१७ १ ।। fবং লিখিয়াছেন পরাক্রান্ত রাজ্য ভারতবর্ষের পক্ষে বিশেষ উপকারী । ইংবেজ রাজত্বে ভারতবর্ষ সুখী; তাহার কারণ ইংরেজ পরাক্রমশালী । মোগলসাম্রাজ্যে যে ভারতের ঐশ্বৰ্য্যবৃদ্ধি হইরাছিল তাঙ্গার কারণ মোগলের পরাক্রমশালী ছিল । মগধের রাজ্যে যে ভারতের এত গৌরব হয় তাহারও কারণ মগধ পরাক্রমশালী । বৰ্ম্মার মগের ও সিন্ধুতীরবর্তী হিন্দুবা মগধেব অধীনতা স্বীকার করিয়াছিল । সমস্ত আর্য্যবৰ্ত্ত মগধের হস্তগত ছিল । ইংরেজ, মুসলমান ও মাগধে প্রভেদ এই ইংরেজ ও মুসলমান বিদেশী, মাগধ এ দেশী ; এইজন্য আমাদের চক্ষে মগধের এত মান । হিন্দুদিগের সময় মগধের ন্যায বৃহৎ সাম্রাজ্য আর স্থাপিত হইয়াছিল কি না সন্দেহ। যদি ও শ্লষ্টয়া থাকে মগধের ন্যায় ভারতবর্ষের এত উপকার আর কাহার দ্বারাও সাধিত হয় নাই । (গ্ৰীক হস্তইষ্টতে ভারত উদ্ধার ।) পঞ্জাব ও হিন্দুস্তানের ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্য গুলি একবার দার। সমৃতাস্প আর একবার সেকেন্দরের করতলস্ত হইল । সেকেন্দ রের ইচ্ছা ছিল সমস্ত ভারতবর্ষ জন্ম পুরুরাজ প্রাণপণে যুদ্ধ করি য়াও সেকেন্দরের কিছু করিতে পারিলেন না। তখন ভারতবর্ষের এক প্রাস্ত হইতে মগধ গর্জন করিয়া উঠিল । সেকেন্দর তাহাতে ভীত হইলেন; তাহার সৈন্যদলে প্রভূদ্রোহ ঘটিল, কাজেই সেকেন্দরকে ভারত ছাড়িয়া যাটন্তে হইল। মগধ গর্জন করেন ।
পাতা:বঙ্গদর্শন-পঞ্চম খন্ড.djvu/৭৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।