পাতা:বঙ্গদর্শন-পঞ্চম খন্ড.djvu/৭৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ꭽ8 শৈশব সহচরী । লোকে বলিবে, হরিনাথ বাবু কেবল ধনের গৌরবে অন্ধ হইয়া, জাতিত্যাগ করিয়া বিধবা কন্যার বিবাহ দিল । আমি যদি পিতার অনুরোধে কখন বিবাহ করি—তবে দরিদ্রকে । ধনীকে আমি বিবাহ করিব না । শরৎ বালকের ন্যার কাদিয়া বলিলেন, “ দরিদ্রকে বিয়ে করিবে, কুমুদিনি ! ঝিয়াছি,তুমি রজনীকে বিবাহ করিবে।” শরৎকুমার ক্রোধে,অভিমানে,এবং দুঃখে কাদিতে কঁাদিতে দ্রুতগমনে বাহিরে গমন করিলেন । - কুমুদিনী কিছু অপ্রতিভ, কিছু দুঃখিত কিছু রুষ্ট হইয়া,অন্যমনে ভাবিতে লাগিলেন। কুমুদিনী ভাবিতেছিলেন, “শরৎকুমারের অন্য যে গুণ থাকুক,শরৎকুমার বালকস্ব ভাব বটে । আমার মনে বিশ্বাস ছিল, শরৎকুমার আমার স্বামী হইলে, আমি মুখী হইব । এখন আমার সন্দেহ সম্পূর্ণ। রজনী ?—আর যাহাই হউক, রজনীকান্ত বালকস্বভাব নহে। হোক বা না হোঁক—রজনীকাগু দরিদ্র । আমার স্বর্ণের স্বামী, আজি আমার কথার উপর নির্ভর করিয়াই এ দারিদ্র্য স্বীকার করিয়াছে । আমি,তাহার ঐশ্বৰ্য্য শরৎকে দিয়া, যদি এখন পূরংকে বিবাহ করি—সেই ঐশ্বর্যের আপনি অধিকারিণী হইয়া বসি—তবে রজনী কি মনে করিবে ? ছিঃ! ছি:! শরংকুমারকে কখনই লিবাহ করা হুইবে না।” কে যেন কুমুদিীর সনকে জিজ্ঞ{স; (बणश्*म ? स्र!: s२v४ ।। করিল—“তবে কাহাকে বিবাহ কৱিবে ? তুমি যে বাপের কাছে স্বীকার করিয়াছ বিবাহ করিবে ।” কুমুদিনীর মন উত্তর করিল, “কাহাকে বিবাহ করিব ? কি জানি কাহাকে ?” চত্তৰ্ব্বিংশ পরিচ্ছেদ । কিছুতেই সুখ নাই । ফাল্গুন মাস প্রায় অবসান হইয়াছে। অদ্য দোলপূর্ণিমার রাত্রি, নীল নভোমণ্ডলে অসংখ্য তারাগণবেষ্টিত নব বসন্তের পূর্ণচন্দ্র বিরাজ করিতেছে। তন্নিম্নে পাপিয়ার ৮ আকাশব্যাপী ঝঙ্কার পৃথিবীতে বসন্তসমাগম প্রচার করিতেছে । তন্নিম্নে অর্থাৎ সুবর্ণপুরের রাজপথে, ঘাটে, নদীকূলে, দেবমন্দিরে, ক্ষুদ্র ক্ষুদ্র বালকবালিকাদিগের আনন্দস্বচক ধ্বনিতে বুঝা যাইতেছে যে, অদ্য রাত্রে সুবর্ণপুরে কোন আনন্দজনক কাৰ্য্য আছে । নবপ্রস্ফুটিত মাধবীলতা সঞ্চালিত করিয়া, নব বসন্তু পবন গৃহস্থ কুলকামিনীদিগের অল্প অল্প স্বেদবিজড়িত অলকদাম চঞ্চল করিতেছিল। যুবতী দিগের এক দিন দুরন্ত শীতের দ্বোরাস্থ্যে দিবারাত্র কুঞ্চিত হইয়া থাকিভে হুইত, রাত্রে গৃহের বাহিরে আসিতে হইলে, কু ষ্ঠিত,কুঞ্চিত ভাবে এবং শীতবসনে লাবণ্য আবৃত করিয়া আসিতে হইত,কিন্তু আজ এই মধুমাসের মধুর জ্যোৎস্নালোকে প্রাসাদোপরি পদপ্রসারণ করিয়া বসিয়া