পাতা:বঙ্গদর্শন-প্রথম খণ্ড.djvu/৩৫৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বঙ্গদেশের কৃষক । (वत्रभ*ब, कांई, »११ s ) কিন্তু তাহারা সকলেই কি ঘর হইতে | টাকায় চারি আনা আদায় করিতে টেক্স দিয়! থাকেন ? ঐ “ডাকটেক্স” | আরম্ভ করিলেন। এক জন প্রজা দিতে কথাটি তাহার প্রমাণ। গবর্ণমেণ্ট বিধান স্বীকৃত না হওয়াতে তাহাকে ধরিয়া আকরিলেন, মফঃস্বলে ডাক চলিবে, জমী- নিয়া পীড়ন আরম্ভ করিলেন। প্রজা দারেরা তাহার খরচ দিলেন। জমী- নালিশ করিল, এ বার আশামী “আইন wరిd $ు দারের মনে মনে বলিলেন, “ভাল, দিতে হয় দিব, কিন্তু ঘরে থেকে দিব না । বসাইব । যদি বসাইতে হইল, জবে একটু চাপাইয়া বসাই, যেন কিছু মুনফ থাকে ।” তাহাই করিলেন । প্রজার খরচে ডাক চলিতে লাগিল—জমীদারের মাঝে থাকিয়া কিছু লাভ করিলেন । গবর্ণমেণ্ট যখন টেক্স বসান, একবার যেন ভাবিয়া দেখেন, কাহার ঘাড়ে পড়ে। ইন্‌কমটেক্স ও ঐ রূপ। প্রজারা জমী দারের ইন্‌কমটেক্স দেয় । এবং জমীদার । তাহা হইতেও কিছু মুনফা রাখেন। খাস মহল যাহারা গ্রহণ করেন, তাহাদিগকে “রোড ফণ্ড” দিতে হয়। ঐ রোড ফণ্ড আমরা ভূস্বামির জমাওয়াশীল বাকি ভুক্ত দেখিয়াছি। রোডসেস্ এই প্রবন্ধ লিপির সময় পৰ্যন্ত গবৰ্ণমেণ্ট কোথাও হইতে আদায় করেন নাই। কিন্তু জমীদারের কেহ২ আদায় করিতেছেন । আদায় করিরার অধিকার আছে, কিন্তু তাহা টাকায় এক , পয়সার অধিক হইতে পারে না। এক জেলায় এক জন জমাদার ইহার মধ্যে আমরাও প্রজাদের উপর টেক্স : তানুসারে খালাস পাইল না। জমাদার মহাশয় এক্ষণে শ্ৰীঘরে বাস করিতেছেন। সৰ্ব্বাপেক্ষা নিম্নলিখিত “হাস্পাতা| লির” বৃত্তান্তটি কৌতুকাবহ । সবডিবি জনের হাকিমের স্বল, ডিস্পেন্সরি করিতে বড় মজবুত। ২৪ পরগণার কোন আসিষ্টাণ্ট মাজিষ্ট্রেট স্বীয় সবডি. বিজনে একটি ডিস্পেন্সরি করিবার জন্য তৎ প্রদেশীয় জমীদারগণকে ডাকাইয়া ভা করিলেন। সকলে কিছু২ মাসিক চদ দিতে স্বীকৃত হইয়া গেলেন। একজন বাট গিয়া হুকুম প্রচার করিলেন যে, i “আমাকে মাসে২ এত টাকা হাস্পাতালের জন্য চাঁদা দিতে হইবে, অতএব | আজি হইতে প্রজাদিগের নৈকট টু প * /০ আনা হাস্পপাতালি আদায় ক{s.t৬ থাকিবে ।" গোমস্তারা তপ্রাপ আদায় করিতে লাগিল। এ দিগে ডিম্পেন্সরির সকল যোগাড় হইয়া উঠিল না—তাহা ংস্থাপিত হইল না। স্বতরাং ঐ জমী দারকে কখন এক পয়সা চাদ দিতে হইল না। কিন্তু প্রজাদিগের নিকট চিরকাল টাকায় এক আনা হাস্পাতালি .i আদায় হইতে লাগিল। কয়েক বৎসর