পাতা:বঙ্গদর্শন-প্রথম খণ্ড.djvu/৩৯৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

** د ه عمع * সপ্তবিংশ পরিচ্ছেদ-৭ श्trभूथैौ ७ ख्रषण१ि ।। যখন প্রদোষে, উভয়ে উভয়ের নিকট | স্পষ্ট করিয়া কথা কহিতে সমর্থ হইলেন, | তখন সূর্যমুখী কমলমণির কাছে নগেন্দ্র ও কুন্দনন্দিনীর বিবাহ বৃত্তান্তের আমূল পরিচয় দিলেন । শুনিয়া কমলমনি বি| স্মিত হইয়া ৰলিলেন ;– “এ বিবাহ তোমার যত্বেই হইয়াছে —কেন छूमि আপনার মৃত্যুর উদ্যোগে আপনি মরিলে t” সূৰ্য্যমুখী হাসিয়া বলিলেন, *ठनांक्षेि কে?”—মৃদ্ধ, ক্ষীণ হাসি হাসিয়া উত্তর করিলেন,—বৃষ্টির পর আকাশ প্রান্তে ছিন্ন মেঘে যেমন বিদ্যুৎ হয়, সেই রূপ হাসি হাসিয়া উত্তর করিলেন, “আমি } কে ? একবার তোমার দাদাকে দেখিয়া আইস–সে মুখভরা আহলাদ দেখিয়া | আইস ? তখন , জানিবে, তোমার দাদা | আজ কত সুখে স্বর্থী। র্তাহার এত সুখ যদি আমি চক্ষে দেখিলাম, তবে কি আ মুখের আশায় র্তাকে অসুখী রাখিব ? হার এক দণ্ডের অম্লখ দেখিলে মরিতে ইচ্ছা করে, দেখিলাম, দিবারাত্র তার মৰ্ম্মান্তিক অসুখ—তিনি সকল সুখ বিসগ্ৰডম দিয়া দেশত্যাগী হইবার উদ্যোগ করিলেন—তবে আমার স্বখ কি রছিল? সলিলাম, ‘প্রভো তোমার স্থখই আমার श्ध-छूमि कूत्ररू बिबांख् कब —আমি সুখী হইব,—তাই বিবাহ কয়িয়াছেন । ” r কমল। আর, তুমি কি সুখী হইয়াছ? | সূৰ্য্য। আবার আমার কথা কেন। জিজ্ঞাসা কর, আমি কে ? যদি কখন স্বা- | মির পায়ে কাকর ফুটিয়াছে দেখিয়াছি, তখনই মনে হইয়াছে, যে আমি ঐখানে বুক পাতিয়া দিই নাই কেন, স্বামী | আমার বুকের উপর পা রাখিয়া যাই তেন । বলিয়া সুৰ্যমুখী ক্ষণকাল নীরবে । রহিলেন–র্তাহার চক্ষের জলে বসন | ভিজিয়া গেল—পরে সহসা মুখ তুলিয়া জিজ্ঞাসা করিলেন, “কমল কোন দেশে | মেয়ে হলে মেরে ফেলে ?”~!.. ' } * কমল মনের ভাব বুঝিয়া বলিলেন, “মেয়ে হলেই কি হয় ? যার যেমন | কপাল তার তেমন ঘটে ।” | সু। আমার কপালের চেয়ে কার কপাল ভাল ? কে এমন ভাগ্যবতী ? কে | এমন স্বামী পেয়েছে। রূপ, ঐশ্বর্য, | সম্পদ—সেসকলও তুচ্ছ কথা—এত গুণ । কার স্বামির ? আমার কপাল জোর | কপাল—তবে.কেন এমন ছইল ? ' ' কমল gও কপাল । . . সু। তবে এ স্বালার মন পোড়ে |