পাতা:বঙ্গদর্শন-প্রথম খণ্ড.djvu/৪১০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

श्रीर्मणि चः, **५१• ।) কালিদাস। 号 8న হয় এরূপ প্রবাদ অাছে, বিক্ৰমাদিত |,কবি কালিদাসের উপর অতীব সস্তুষ্ট হইয়া তাহাকে অৰ্দ্ধরাজ্য প্রদান করিয়াছিলেন। “রাজ তরঙ্গিণীর” মতে হর্ষ বিক্রমাদিত মাতৃগুপ্তকে কাশ্মীর রাজ্য প্রদান করেন; তাহা হইলে মাতৃগুপ্ত আমিাদিগের কালিদাস, এবং উল্লিখিত জনশ্রুতিও সম্পূর্ণ সত্য। মাতৃগুপ্ত কাশীর দেশে ৪ বৎসর ৯ মাস এক দবস রাজ্য করিয়া, বিক্রমাদিত্য পরলোক গত হইলে, উক্ত রাজ্যের যথার্থ উত্তরাধিকারী প্রবরসেনকে উহা প্রত্যপণ । করত যতি ধৰ্ম্ম গ্রহণ করিয়া বারাণসীতে আগমন করেন । এবং প্রবর সেনের সঙ্গে বন্ধুত্ব সূত্রে আবদ্ধ হইয়া সেতু কাব্যে তাহার গুণ কীৰ্ত্তন করিয়াছেন। মাতৃগুপ্ত স্ত্রর বিরহে কাতর হইয়াiছলেন, এঢা মেঘদূতের ঘটনার সহিত এক হহলে কবর স্বীয় বিবরণ বলিলেও হয় । তান আপন শোক যক্ষ মুখে ব্যক্ত করিয়াছেন, এবং রাম গিরির শৃঙ্গে বসিয়া আষাঢ়ের | একখানি নবীন মেঘকে স্বায়, প্ৰেয়সার তাহ স্বচক্ষে না দেখিলে কখনই এতা দৃশ উৎকৃষ্ট হইত না ; ইহাতে বোধ হয়, তিনি কাশ্মীর প্রদেশে অনেক কাল বাস করিয়াছিলেন। . উপসংহার কালে এইমাত্র বক্তব্য, যদি মাতৃগুপ্ত আমাদিগের মহাকবি কালিদাসের নামান্তর হয়, তাহা হইলে তিনি খ্ৰীষ্টীয় ষষ্ঠ শতাব্দীতে বর্তমান ছিলেন । আমরা এই প্রমাণ সংস্কৃত এক মাত্র প্রামাণিক পুরাবৃত্ত “রাজ তরঙ্গিণী” হইতে গ্রহণ করলাম । মল্লিনাপ সুরি মেঘদূতের চতুর্দশ সং খ্যক শ্লোকের টাকায় লিখিয়াছেন, কালিদাস দি নাগাচার্ষ্য এবং নিচুলের সমকালিক ছিলেন। দিঙনাগাচাৰ্য্য কালিদাসের সহাধ্যায়ী এবং প্ৰিয়বন্ধু ও স্বায়সূত্র বৃত্তিকার। কালিদাস রঘুবংশ, কুমার সম্ভব, মেঘদূত, ঋতু সংহার, অভিজ্ঞান শকুন্তলনাটক, বিক্রমোর্বণী ত্রেটিক, মালবিকাগ্নি মিত্র নাটক, নলোদয়, শৃঙ্গার তিলক, শ্রুতবোধ এবং সেতু কাব্য প্রণয়ন করিয়াছেন। তাহার মধ্যে রঘুবংশ, নিকট বার্তা লইয়া যাইতে বলিয়াছেন। j কুমার সম্ভব, মেঘদূত, ঋতু সংহার, শকু কবি প্রিয়াবিরহ মেঘদূতে বিন্যস্ত কারয়াছেন, এজপ্ত স্বভাৰত তাহার মন যেরূপ বিচলিত হইয়াছিল, তাহা উত্তমরূপে বাক্ত হইয়াছে। তাহার স্ত্রীর নাম কমল৷ ছিল। . কালিদাস যেরূপ কাশ্মীরের ও হিমালয়ের মুন্দর বর্ণনা করিয়াছেন, স্তল, বিক্রমোর্বশী, মালবিকাগ্নি মিত্র এবং শ্রীভবোধ, বঙ্গভাষায় অমুবাদিত হইয়াছে। * “পুষ্পেষু জাতী নগরেণুকাঞ্চ, নারীষু রক্ত, পুরুবেন্ধু বিষ্ণু । নদৗধু গঙ্গ, ৰূপতোঁচ রামঃ বাৰ্যেন্ধু মাঞ্চ কৰি কালিদাসঃ ".