পাতা:বঙ্গদর্শন-প্রথম খণ্ড.djvu/৪৪০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিষবৃক্ষ । য়াছি এবং তোমার পরামর্শই যে সৎপরামূর্শ, তাহাও জানি। কিন্তু গৃহে মনঃস্থির করিতে পারি না । এক মাস হইল, আtমার সূৰ্য্যমুখী আমাকে ত্যাগ করিয়া 'গিয়াছেন, আর র্তাহার কোন সম্বাদ পাইলাম না । তিনি যে পথে গিয়াছেন, আমিও সেই পথে যাইবার কল্পনা করি য়াছি। আমিও গৃহ ত্যাগ করিব। দেশে দেশে তাহার সন্ধান করিয়া বেড়াইব । তাহাকে পাই, লইয়া গৃহে আসিব ; নচেৎ আর আসিব না। কুন্দনন্দিনীকে লইয়া আর গৃহে থাকিতে পারি না। সে চক্ষুঃশূল হইয়াছে। তাহার দোষ নাই—দোষ আমারই—কিন্তু আমি তাহার মুখদর্শন আর সহ্য করিতে পারিনা। আগে কিছু বলিতাম না—এখন নিত্য ভৎসনা করি—সে কাদে,—আমি কি করিব ? আমি চলিলাম, শীঘ্ৰ তোমীর সঙ্গে সাক্ষাৎ হইবে। তোমার সঙ্গে সাক্ষাৎ করিয়া অন্যত্র যাইব । ইতি। নগেন্দ্ৰ নাথ যেরূপ লিখিরছিলেন, সেই রূপই করিলেন । বিষয়ের রক্ষণবেক্ষণের ভাৱ দেওয়ানের উপর ন্যস্ত করিয়া অচিরাৎ গৃহৰ্ত্যাগ করিয়া পর্যটনে বাত্রা করিলেন। কমলমণি অগ্ৰেই কলিঙ্কাতায় গিয়াছিলেন । স্বতরাং এ

অশ্বায়িকার লিখিত ব্যক্তিজিগের
भः

s ऋजनभिभी ७कारे नसनिद्रशब्र অন্তঃপুরে রহিলেন আর হীরা দাসী তা.. হার পরিচর্য্যায় নিযুক্ত রহিল। দত্তদিগের সেই সুবিস্তৃতা পুরী অন্ধ কার হইল । যেমন বহুদীপ সমুজ্জ্বল, বহুলোকসমাকীর্ণ গীতধ্বনিপূর্ণ নাট্যশালা নাট্যরঙ্গ সমাপন হইলে পর, অন্ধ কার, জনশূন্য, নীরব হয় ; এই মহাপুরী সূৰ্য্যমুখী নগেন্দ্র কর্তৃক পরিত্যক্ত হইয়া সেই রূপ অর্ণধার হইল। যেমন বালক, চিত্রিত পুত্তলি লইয়া এক দিন ক্রীড়া করিয়া, পুতুল ভাঙ্গিয়া ফেলিয়া দেয়, পুতুল মাটীতে• পড়িয়া থাকে, তাহার উপর মাট পড়ে, তৃণাদি জন্মিতে থাকে ; তেমনি কুন্দনন্দিনী, ভগ্ন পুতুলের ন্যায়, নগেন্দ্র কর্তৃক পরিত্যক্ত হইয়া, একাকিনী সেই বিস্তৃতা পুরী মধ্যে অযত্নে পড়িয়া রহিলেন। যেমন দাবানলে বন দাহ কালীন শাবক সহিত পক্ষীনীড় দগ্ধ হইলে, পক্ষিণী আহার লইয়া আসিয়া দেখে, বৃক্ষ নাই, বাস নাই, শাবক নাই ; তখন বিহঙ্গিনী নীড়ান্বেষণে উচ্চ কাতরোক্তি করিতে২ সেই দগ্ধ বনের উপরে মণ্ডলে মগুলে ঘূরিয়া বেড়ায়, নগেন্দ্র সেই রূপ সুর্যমুখীর সন্ধানে দেশে দেশে ঘুরিয়া | বেড়াইতে লাগিলেন। যেমত অনন্ত সাগরে অতল জলে মণিখণ্ড ডুবিলে