পাতা:বঙ্গদর্শন-প্রথম খণ্ড.djvu/৪৯৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8$ు পত্র লিখিব। আমার পত্র পাইলে, সেখানে আমার পত্রাদি পাঠাইবে।” দেওয়ান সেই সস্বাদের প্রীভিক্ষায় ব্ৰহ্মচারীর পত্র বাক্স মধ্যে বন্ধ করিয়া রাখিলেন । যথা সময়ে নগেন্দ্র কণীধামে আসিলেন । আসিয়া দেওয়ানকে সম্বাদ দিলেন। তখন দেওয়ান অন্তান্ত পত্রের সঙ্গে শিব| প্রসাদ ব্রহ্মচারীর পত্র পাঠাইলেন। নগেন্দ্র পত্র পাইয়া মৰ্ম্মাবগত হইয়া, | অঙ্গুলিদ্বারা কপাল টিপিয়া ধরিয়া, কাতরে | কহিলেন, জগদীশ্বর ঃ মুহূৰ্ত্ত জন্য আমার চেতন রাখ !" "জগদীশ্বরের চরণে সে বাক্য পছছিল ;–মুহূৰ্ত্ত জন্য নগেন্দ্রের চেতনা রহিল। কৰ্ম্মাধ্যক্ষকে | ডাকিয়া আদেশ করিলেন "আজ রাত্রেই আমি রাণীগঞ্জ যাত্রা করিব—সৰ্ব্বস্ব ব্যয় করিয়াও তুমি তাহার বন্দোবস্ত কর।” | কৰ্ম্মাধ্যক্ষ বন্দোবস্ত করিতে গেল । নগেন্দ্র তখন ভূতলে ধূলির উপর শয়ন করিয়া, অচেতন হইলেন । - সেই রাত্রে নগেন্দ্র কালী পশ্চাতে করিলেন। ভুবনমৃন্মরি বারাণসি, কোন সুধীজন এমন শারদ রাত্রে তৃপ্ত লোচনে | তোমাকে শশ্চাৎ করিয়া আসিতে পারে? নিশা চন্দ্রহীন ; আকাশে সহস্র২ নক্ষত্র জ্বলিতেছে—গঙ্গাহৃদয়ে ভরণীর উপর "ঙ্কাইয়া যে দিগে চাও, সেই দিগে जीकांग्ल बक्ज !-चनख cछाब iജ്ജ or (वत्रगर्नब, भा:, २२१०) অনন্তকাল হইতে জ্বলিতেছে—অবিরত জ্বলিতেছে, বিরাম নাই। ভূতলে দ্বিতীয় আকাশ !—নীলাম্বর বহু স্থিরনীল ভরঙ্গিণী হৃদয় ; ভীরে, সোপানে এবং অমস্ত পৰ্ব্বতশ্রেণীবৎ আলোক জ্বলিতেছে। প্রাসাদ পরে প্রাসাদ, তৎপরে প্রাসাদ এই রূপ আলোক রাজি শোভিত অনন্তশ্রেণী । আবার সমুদয় সেই স্বচ্ছ নদীনীরে প্রতিবিম্বিত আকাশ, নগর, নদী,—সকলই জ্যোতিৰ্ব্বিন্দুময়। কোথায় ? ঘট্‌ক্রিংশত্তম পরিচ্ছেদ। হীরার বৃষবৃক্ষ মুকুলিত। যে দিন পাড়ে গোষ্ঠী পাকা ৰাশের লাঠি হাতে করিয়া দেবেন্দ্রকে তাড়াইয়া দিয়াছিল, সে দিন হীরা মনে২ বড় হাসি হাসিয়াছিল। কিন্তু তাহার পরে তাছাকে | অনেক পশ্চাত্তাপ করিতে হইল । হীরা | মনে২ ভাবিতে লাগিল, “আমি উহাকে ठाश्रृंभांनिउ कब्रिग्न छांल क्लब्रि भाहे । তিনি না জানি, মনে২ মার উপর কত | রাগ করিয়াtছন। একে ত জামির্জাম্বার | অট্টালিকায়, সহস্ৰ . | o দেখিয়া নগেন্দ্র চক্ষু | মুদিলেন। পৃথিবীর সৌন্দর্য র্তাহার | আজি সহ হইল না। নগেন্দ্ৰ বুঝিয়া- | ছিলেন যে, শিবপ্রসাদের পত্র অনেক ! দিনের পরে পহুছিয়াছে—এখন সূৰ্য্যমুখী |