পাতা:বঙ্গদর্শন-প্রথম খণ্ড.djvu/৫০৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

खै छ रै বিষবৃক্ষ । (षश्च*ञ, क्षेls, *५१• । ) সংসার স্রোতঃ তেমনি অপ্রতিহত ! জগতের দয়াশূন্ততা আর সহ হয় না। কেন পৃথিবী বিদীর্ণ হইয়া নগেন্দ্রকে শিবিক সমেত গ্রাস করিল না ? নগেন্দ্র ভাবিয়া দেখিলেন, সব তারই দোষ তাহার তেত্রিশ বৎসর মাত্র বয়ঃক্রম হইয়াছে। ইহারই মধ্যে র্তাহার সব ফুরাইল । অথচ জগদীশ্বর তাহাকে যাহা দিয়াছিলেন, তাহার কিছুই ফুরাইবার নহে । যাহাতে২ মমুখ্য স্থখী, সে সব তাহাকে ঈশ্বর যে পরিমাণে দিয়া ছিলেন, সে পরিমাণে ម៉្យា কাহাকেও দেন না। ধন, ঐশ্বর্ঘ্য, সম্পদ, ವ್ಯ, 4 সকল ভূমিষ্ঠ হইয়া অসাধারণ পরিমাণে । পাইয়াছিলেন। বুদ্ধি নহিলে এ সকলে | মুখ হয় না—তাহাতে বিধাতা কাপণ্য করেন নাই । শিক্ষায় পিতা মাতা ক্রটি করেন নাই—র্তাহার তুল্য স্বশিক্ষিত কে ? রূপ, বল, স্বাস্থ্য, প্রণয়শীলতা তাহাও ত প্রকৃতি তাহাকে অমিত হস্তে দিয়াছেন, ইহার অপেক্ষাও যে ধন দুর্লভ—যে একমাত্র সামগ্রী এ সংসারে অমূল্য—অশেষ প্রণয়শালিনী সাথী ভাৰ্য-ইহাও তাছার প্রসন্ন কপালে ঘটিয়াছিল । সুখের সামগ্রী পৃথিবীতে এত আর কাহার ছিল ? আজি এত অম্বৰী পৃথিবীতে কে ? আজি দি উাছার সর্ববস্ব দিলে, ধন সম্পদ মান, রূপ য়ৌবন ৰিছা বুদ্ধি, সব.দিলে, তিনি আপম শিবিকার একজন বাহকের সঙ্গে অবস্থা পরিবর্তন করিতে পারিতেন, তাহা হইলে স্বৰ্গ সুখ মনে করিতেন । বtছক-কি ? ভাবিলেন, “এই দেশের রাজকারাগারে এমম কে নরত্ন পাপী আছে, যে আমার অপেক্ষ স্থখী নয় ? আমা হতে পবিত্র নয় ? - তারা ত অপরকে হত করিয়াছে। আমি সূর্যকে বধ করিয়াছি। আমি ইঞ্জিয় দমন করিলে, সূর্যমুখী বিদেশে আসিয়া কুটারদাহে মরিবে কেন? আমি সূর্ব বধকারী—কে এমন পিতৃক্স, মাতৃত্ব পুন্ত্রক্স আছে যে, আমার অপেক্ষ গুরুতর পাপী ? সূৰ্য্যমুখী কি আমার কেবল স্ত্রী ? সূৰ্য্যমুখী আমার সব। সম্বন্ধে স্ত্রী, সোঁহার্দে ভ্রাতা, যত্নে ভগিনী, আপ্যায়িত করিতে কুটুম্বিনী, স্নেহে মাত, ভক্তিতে কস্যা, প্রমোদে বন্ধু, পরামর্শে শিক্ষক, পরিচর্য্যায় দালী । আমার . —কাহার এমন ছিল ? সংসারে সহায়, গৃহে লক্ষী, হৃদয়ে ধৰ্ম্ম, কণ্ঠে অলঙ্কার । আমার নয়নের তারা, হৃদয়ের শোণিত, দেহের জীবন, জীবনের সৰ্ব্বস্ব ? অামার প্রমোদে ছধ, বিষাদে শাস্তি, চিস্তায় বুদ্ধি, কার্ষ্যে উৎসাহ ! আর এমন সংসারে কি আছে ? আমার দর্শনে আলোক, শ্রবণে সঙ্গীত, নিঃশ্বাসে বায়ু, স্পর্শে জগৎ। আমার বর্তমানের মুখ, অতীতের স্মৃতি, ভবিষ্কাত অৰ্শ,