পাতা:বঙ্গদর্শন-প্রথম খণ্ড.djvu/৫৩৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

| . (वत्रमर्णन, भां:: ३२१s ) বররুচি | હર્ષદ মদন বিদ্যাবিনোদ কোকিল তারেন্দ্র প্রমুখী: " - এই ভোজ মুঞ্জের ভ্রাতুষ্পপুত্র, -ঐসাহসাঙ্ক নামে খ্যাত, যথা রাজ শেখর ;– ভাসে রামিল সেমিলে বররুচিঃ শ্ৰীসাহসান্ধঃ কবি মেঘো ভারবি কালিদাস তরলাঃ স্কন্ধঃ সুবন্ধুশচয়ঃ । এক্ষণে মীমাংসা করা আবশ্বক । বররুচি বিক্রমাদিতোর নবরত্বের সভ। বলিয়া প্রসিদ্ধ। সুবন্ধু তাহার ভাগিনেয় (ঃ) । ষ্ট হাদিগের উভয়ের নাম এবং কালিদাসের নাম বল্লাল মিশ্র এবং রাজ শেখর লিপিবদ্ধ করিয়৷ ভোজ বা শ্ৰীমাহসাঙ্কের পার্ষদ স্থির করিয়াছেন । ভোজ বা শ্ৰীসাহসাঙ্ক খ্ৰীষ্টীয় ষষ্ঠ শতাব্দীতে বৰ্ত্তমান ছিলেন । দ্বিতীয় প্রবর সেনের সমসাময়িক, উজ্জয়িনীর শ্ৰীমন্‌ বিক্রমাদিতা বা হর্ষ বিক্রমাদিতাও খ্ৰীষ্টীয় পঞ্চম ও ষষ্ঠ শতাব্দীর মধ্যে রাজ্য করিয়াছিলেন। ইহা ইউরোপীয় পণ্ডিতগণ কর্তৃক স্থির হইয়াছে। সুবন্ধু বিক্রমাদিত্যের সভাসদ ছিলেন, ও তাহার রাজ্ঞী লোকান্থর গত

  • ইতি শ্ৰীলররুচি उाप्निग्न স্ববন্ধু বিরচিত। ধাসবদ্ধভাখ্যায়িক সমাপ্ত।

প্রকাশ” এক খনি উপাদেয় প্রাকৃত হইলে বাসবদত্তা রচনা করেন (ঃ) এবং বাসবদত্তার প্রারস্তে বিক্রমাদিত্য মানবলীলা সম্বরণ করাতে আক্ষেপেক্তি করিয়াছেন ; যথা— সারসবত্তা নিহত নবকা বিলসন্তিচরনেীতিনেকিঙ্কঃ সরসীবকীৰ্ত্তি শেষং গতবতি ভূবি বিক্রমাদিত্যুে ॥ এই সকল প্রমাণে বোধ হইতেছে, হর্ষ বিক্রমাদিত্যের মৃত্যুর পর সুবন্ধু, কালিদাস, এবং বররুচি বিদ্যাবিষয়ে উৎসাহবান ভোজের আশ্রয় গ্রহণ করিয়াছিলেন । বররুচি ব্রাহ্মণ কুলোস্তব । তিনি ভোজ রাজের পৌরোহিত করিতেন এবং র্তাহার এক মাত্র আশ্রয়পাদপ ভোজের মৃত্যুর পর ভৎকুত “ভোজ চম্পূ” সম্পূর্ণ করেন । বররুচি প্রণীত “প্রাকৃত ভাষার ব্যাকরণ । তাহার কৃত “লিঙ্গ বিশেষ বিধিকোষ” অতি প্রসিদ্ধ। মেদিনীকার এবং হলায়ুধ তাহার- বিশেষ উল্লেখ করিয়াছেন। এতদ্বভিন্ন তাহার নামে “নীতিরত্ন” নামক ক্ষুদ্র গ্রন্থ প্রচারিত হইয়াছে । শ্রীরামদাস সেন।

  • কবিরং বিক্ৰমাদিত্য সভাঃ। उन्निन् ब्रt्री লোকান্তরং প্রাপ্তে এতন নিবন্ধং কৃতবান। নরসিংহ বিদ্যা ।