পাতা:বঙ্গদর্শন-প্রথম খণ্ড.djvu/৫৪৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

& Bస్త్రి বিষবৃক্ষ । কত লোকের কত বড়২ দুঃখ মাতার উপর দিয়া গেল—আর তুমি একটু দেখা করার বিলম্ব জন্য কাদিতেছ ” “বড়২ দুঃখ” আবার কি প্রকার, কুন্দ তাহা কিছুই বুঝিতে পারিল না। হীরা | তখন বলিতে লাগিল, “আমার মত যদি তোমাকে সহিতে হইত—তবে এত দিন তুমি আত্মহত্যা করিতে ” “আত্ম হত্যা,” এই মহা অমঙ্গলজনক শব্দ কুন্দনন্দিনীর কানে দারুণ বাজিল । সে শিহরিয়া উঠিয়া বুপিল। রাত্রিকালে অনেকবার সে আত্ম হত্যার কথ। ভাবিয়ছিল। হীরার মুখে সেই কথা শুনিয়া নরাঙ্কিতের স্যার বোধ হইল । হীরা বলিতে লাগিল, - “তবে তামার দুঃখের কথা বলি শুন । আমিও এক জনকে আপনার প্রাণ অপেক্ষ ভাল বাসিতাম । সে আমার স্বামী নহে— কিন্তু যে পাপ করিয়াছি, তাহা মুনিবের কাছে লুকালেই বা কি হইবে—স্পষ্ট স্বীকার করাই ভাল।” এই লজ্জাহীন কথা কুন্দের কর্ণে প্রবেশও করিল না। তাহার কানে সেই “আত্মহত্যা” শব্দ বাজিতেছিল। যেন ভূতে তাহার কানে২ বলিতেছিল, “তুমি আত্মঘাতিনী হইতে পরিবে । এ যন্ত্রণা সহ ভাল, ন মরা ভাল ?" হীরা বলিতে লাগিল, “সে আমার bགི་ལོ་གསོའི་ཏི་ কিন্তু আমি তাহাকে লক্ষ 蠍 | (वत्रशंलम, कां:. २२१>) স্বামির অপেক্ষ ভাল বাসিতাম । সে; আমাকে ভাল বাসিত না। আমি জনিতাম যে, সে আমাকে ভাল বাসিত না । এবং আমার অপেক্ষ শত গুণে নিগুৰ্ণ আর এক পাপিষ্ঠাকে ভাল বাসিত ” ইহা বলিয়া হীরা নতনয়ন কুন্দের প্রতি এক বার অতি তীব্র কোপকটাক্ষ করিল ; পরে বলিতে লাগিল, “আমি ইহা জানিয়া তাহার দিকে ঘেসিলাম না, কিন্তু এক দিন আমাদের উভয়েরই দুর্ববুদ্ধি হইল।” এই রূপে আরম্ভ করিয়া, হীরা সংক্ষেপে কুন্দের নিকট আপনার দারুণ ব্যাথার পরিচয় দিল । কাহারও নাম ব্যক্ত করিল না ; দেবেন্দ্রের নাম, কুন্দের নাম উভয়ই অব্যক্ত রহিল। এমত কোন কথা বলিল না যে, তদ্বারা, কে হীরার প্রণয়ী, কে বা সেই প্রণয়ীর প্রণয়িনী, তাহা অনুভূত হইতে পারে। আর সকল কথা সংক্ষেপে প্রকাশ করিয়া বলিল"। শেষে পদাঘাতের কথা বলিয়া কহিল, “বল দেখি, তাহাতে আমি কি করিলাম ?” কুন্দ জিজ্ঞাসা করিল, “কি করিলে ?” হার হাত মুখ নাড়িয়া বলিতে লাগিল, “আমি তখনই চাড়াল কবিরাজের বাড়ীতে গেলাম। তাহার নিকট এমন সব বিষ আছে যে, খাইবামাত্র মানুষ মরিয়া যায়।” কুন্দ ধীরতার সহিত, মৃদুতার সতি কহিল, “তার পর ?” - হীরা কহিল, “আমি বিধ খাইয়া-মরির