శ్రీ: পণ চৌকের সহিত সামান্য বা দশমিক ভগ্নাংশ সংযুক্ত করাও অনুচিত । তবে কি আনা পোয়া ছটাক প্রভূতি রাখি গুলি ভাষা হইতে দূরীকৃত করিতে হইবেক ? তাহা নহে । কেবল এই মাত্র আবশ্যক যে বৎসর মাস দিন বা দণ্ড পল বিপল ইতাদি সংখ্যা গুলি যে ধারা । মতে লিখিতে হয়, অন্যান্য মিশ্ররাশি গুলি লিখিবার জন্তে ও পণ চৌক কড়া কাক আদি চিহ্নের পরিবর্তে সেই প্রণালি অবলম্বন করিতে হইবেক । ভূমি সম্পত্তির অংশ প্রকাশ করিবার জন্য কোন বিশেষ মিশ্ররাশির পর্য্যায় অবলম্বন না করিয়া সামান্ত ভগ্নাংশ ব্যবহার করিতে হুইবেক । আমাদিগের ভাষা এই কেবল উন্নতির সোপানে পদার্পণ করিতেছেন, এখনও পদবিন্যাস বা অক্ষুর সংক্রান্ত প্রথা এতদূর বদ্ধমূল হয় নাই যে তাহার অবস্থান্তর করা অসম্ভব। প্রাচীন গ্রীক রোমীয়ের সভ্য প্রাধান বলিয়া গণ্য, কিন্তু তাহাদিগের অঙ্ক লিখিবার প্রণালি এত জঘন্য ছিল যে তদ্বারা সামন্ত্য প্রক্রিয় গুলি সহজে নির্ববাহিত হইতে পারিত না । কগিল্প আছে যে এই কারণে হেরোডোটস নামক ইতিহাস বেত্তার সংখ্যা বিষয়ে এত বাঙ্গালা ভগ্নাংশ । প্রমাদ ঘটিয়াছে যে র্তাহার অপর সমস্ত কথা সৰ্ব্বাগগণ্য হইলেও সংখ্যা বিষয়ে তিনি কদাচ বিশ্বাস্ত্য নহেন। বড় দুঃখের, কথা যে, যে দেশের শতিকার সংখ্যা প্রণালি ভূমণ্ডলের সর্বত্র প্রচলিত হইতেছে, সেখানে ভগ্নাংশ প্রকাশ করিবার জন্য পণ চৌক আদি চিহ্ন গুলি অদ্যাপি তিরোহিত হয় নাই। n এখনও পাটীগণিতের নিয়মাবলী কেহ বিষয় কৰ্ম্মে ব্যবহার করিতে আরম্ভ করেন নাই, অতএব এই সময়ে গণিত শাস্ত্র বিষয় এই সংশোধন সুসম্পন্ন করা নিতান্ত বাঞ্ছনীয় হইয়াছে সন্দেহ নাই। পাটীগণিত লেখকগণ যদি পণ চৌক সংঘটিত ভগ্নাংশ পৃথক প্রদর্শন করেন এবং উহার দোষ সমগ্র দেখাইয়া ব্যবহার নিযেধ করেন, তবে বাঙ্গালী বিদ্যালয়ু সমূহের অধ্যাপক মহাশয়ের তাহা দূরীকৃত করিতে না পারুন, অস্তুতঃ তদ্বিষয়ে অনেক সাহায্য করিতে পরিবেন । আর আদালতের অধ্যক্ষ অর্থাৎ উচ্চ এবং নিম্ন শ্রেণিস্থ জজ কালেক্টর মহাশয়ের যদি কিঞ্চিৎ কটাক্ষপাত করিয়া সেরেস্তার পুস্তকাদিতে পণ চৌকের পরিবর্তে ইংরাজি প্রণালিতে মিশ্ররাশি লিখিবার প্রথা আরম্ভ করেন, তবে অচিরাং উহা সৰ্ব্বত্র প্রচলিত হইবে এবং সেই সঙ্গে দশমিক ও সামান্ত ভগ্নাংশ প্রয়োগের সুযোগ হওয়া ও অসন্তাবিত নহে।
পাতা:বঙ্গদর্শন-প্রথম খণ্ড.djvu/৬১৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।