পাতা:বঙ্গদর্শন-সপ্তম খন্ড.djvu/৪৭২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২৮৭ ) সন্ন্যাসীর বাক্যার্থ বিচার করিবার আবশ্যকতা নাই । সন্ন্যাসধৰ্ম্ম সমীজেয় অনিষ্টকর, বিশেষতঃ প্রথমতঃ অবস্থায় । পরাধীনতা সমাজের মজ্জা । পরাধীনতা ভিন্ন সমাজ গঠে না, সমাজ থাকে না । পরাধীনতা পর তন্ত্রত নহে । టీ حا آمار ای বাল্মীকির জয় @や> সমুদয় মনোবৃত্তির সামঞ্জস্য থাকিলে অfর একপ্রকার স্বাধীনতার উৎপত্তি इंद्र ! বাঙ্গালায় সে সামঞ্জস্য একেবারে নাই। এখানে মায়া মমতার প্রাধান্য অতিশয়, এইজন্য আমরা পরাধীন। కఫేల বাল্মীকির জয়। চতুর্থ খণ্ড । শরৎকালের পরিষ্কার আকাশের দিকে দৃষ্টি করিলে, অগণ্য তারকাপুঞ্জের মধ্যে সময়ে সময়ে সাদা মেঘের মত কিছু কিছু দেখা যার । দূরবীণ দিরা দে, খিলে, ঐ সকল আরও পরিষ্কার দেখিতে পাওয়া যার। সে সব আর কিছু নর, মলমসলা সংগ্রহ রহিয়াছে, এখনও পৃথিবী -সৌরজগৎ বা ব্ৰহ্মাও গড়া হয় নাই। উহাদের ইংরেজি নাম নেবুল । যে দিন বিশ্বামিত্র ব্রহ্ম ও ব্রহ্মর্ষিগণের সহুিত বিবাদ করিয়া ধবলগিরির উচ্চশৃঙ্গে উঠেন, সে দিন ঐ সকল নেবুলায় তাহার চোখ পড়ে; তিনি তৎক্ষণাৎ শূন্যপথে তদতিমুখে ধাবিত হন। বাষ্পীয় শকটের ন্যায়,তীরের ন্যায়,তাড়িতগতির ন্যায়, *রাজর্ষি বিশ্বামিত্রগমন করিতে লাগিলেন । বায়ু ক্রমে পাতলা হইতে লাগিল, ক্রমে শীতল হইতে লাগিল;ক্ৰমে নিশ্বাস বহে না 莒 এইরূপ হইয়া উঠিল। অমনি বিশ্বামিত্র পৃথিবীবায়ু স্মরণ করিলেন, স্মরণ করিয়া সঙ্গে লইলেন, নিশ্বাস ফেলিবার কিছুই ক্লেশ হইল না। বাইশ ক্রেশশ পরেই স্থির বায়ু, সেই বায়ুতে ক্রমাগত উল্কা ঘুরিতেছে, ব্ৰহ্মার আদেশে সমস্ত উল্কা আজি বিশ্বামিত্রের গাত্রে পড়িতে লtগিল, বিশ্বামিত্র আরও বেগে শূন্যপথ পার হইতে আরম্ভ করিলেন, ধুমকেতুগণ র্তাহার পথরোধ করিল। তিনি তাহt.দিগকে ঠেলিল্লা দিয়া গেলেন,সমস্ত শূন্যে ঈথর নামে যে পদার্থ আছে, তষ্মধ্যস্থ জীবসকল তাহার শরীর আচ্ছাদন করিতে লাগিল ; তাহার এত স্বক্ষ যে, দূরবীণদ্বারাও দেখা যার না, কিন্তু ক্রমে শরীর গুরুতর হইয়া উঠিল, তাহাতেও বিশ্বামিত্রের দৃকপাত নাই। বিশ্বামিত্ৰত মাহুৰবলে উঠিতেছেন না, যোগবলে উঠিতেছেন। তিনি ক্রমে