ষষ্ঠ সংখ্যা I j নৌকাডুবি । • ర్చిలి ধ্বজ করি’ উড়াইব বৈরাগীর উত্তরী’বসন দরিদ্রের বল! : “একধৰ্ম্মরাজ্য হবে এ ভারতে” এ মহাৰচন করিব সম্বল ! Ꮌbr মারাঠীর সাথে আজি, হে বাঙালি, এককণ্ঠে বল জয়তু শিবাজি । মারাঠীর সাথে আজি, হে বাঙালি, একসঙ্গে চল মহোৎসবে আজি ! আজি এক সভাতলে ভারতের পশ্চিম পুরব দক্ষিণে ও বামে একত্রে করুক ভোগ এক সাথে একটি গৌরব এক পুণ্যনামে ! নৌকাডুবি। 88 সম্ভাভঙ্গের পর অন্নদা হেমনলিনীকে লইয়। যখন স্বরে ফিরিলেন, তখনো সন্ধ্যা হয় নাই । 'চ খাইতে বসিয়া অল্পদাবাবু কহিলেন, “আজ ৰড় জানন্দলাভ করিয়ছি!” ইহার অধিক আর তিনি কথা কছিলেন না ;—র্তাহার মনের ভিতরের দিকে একট? ভাবের স্রোত खुश्tिउश्णि । আজ চা খাওয়ার পরেই হেমনলিনী আস্তে আস্তে উপরে চলিয়া গেল, অন্নদাৰাৰু জুহা লক্ষ্য করিলেন না। . জাজ সভাস্থলে—নলিনক্ষ– যিনি বক্তৃতা করিয়াছিলেন, তাছাকে দেখিতে আশ্চৰ্য্য তরুণ এবং মুকুমার ; যুবাবয়সেও যেন শৈশৰের অম্লানলাবণ্য তাছার মুখশ্ৰীকে পরিত্যাগ করে নাই ; অথচ তাহার অন্তরাত্মা হইতে যেন একটি ধ্যানপরতার গাম্ভীৰ্য্য তাহার চতুর্দিকে বিকীর্ণ হইতেছে । তাহার দুই চক্ষু অস্তদৃষ্টির মুদুরগামিতার মধ্যে নিমগ্ন। তাছাকে দেখিলেই বুঝিতে পার যায় যে, নিয়ম-সংযমের দ্বারা তিনি নিয়ত সাধনশীলু, অথচ তাছার মুখের ভাব একটি সহজ প্রসল্পতার দ্বারা দীপ্যমান | তাহার বক্তৃতার বিষয় ছিল “ক্ষতি”। তিনি বলিয়াছিলেন, সংসারে যে ব্যক্তি কিছু शब्रॉब्र नाई, cन किङ्ग शाब्र नारु. जबूनि
পাতা:বঙ্গদর্শন নবপর্যায় চতুর্থ খণ্ড.djvu/৩৩০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।