পাতা:বঙ্গদর্শন নবপর্যায় তৃতীয় খণ্ড.djvu/১০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সংখ্যা । ] রাজকুটুম্ব। - ৩ গুqত অাধারমাঝে তোমার - এত অসংশয় । বিশ্বজনে কেহই তোরে করে না প্রত্যয় ! তুমি ডাক—“দাড়াও পথে, স্বৰ্য্য অসে স্বর্ণরখে, রাত্রি নয়, রাত্রি নয়, * রাত্রি নয় নয় ।” এত আাধারমাঝে তোমার এত অসংশয় । আনন্দেতে জাগো আজি, আনন্দেতে জাগে । ভোরের পার্থী ডাকে যে ঐ আর নিদ্রা না গো । প্রথম আলো পড়ুক মাথে, নিদ্রাহীনু আঁখির পাতে, প্রথম উষা-কিরণের আশীৰ্ব্বাদ মাগো ! ভোরের পাথি-সাথে আজি আনন্দেতে জাগো । রাজকুটুম্ব । “নিয়ু ইণ্ডিয়া” ইংরাজি কাগজখানি আমরা শ্রদ্ধার সহিত পাঠ করি। ইহার রচনায় পাঠক ভুলাইবার বাধাবুলি ও সহজ কৌশলগুলি দেখি না। সম্পাদক যে-সমস্ত প্রবন্ধ লেখেন, তাহাতে রস অথচ গাম্ভীৰ্য্য আছে, তাহাতে বলের অভাব নাই অথচ পদে পদে সংযমের পরিচয় পাওয়া যায়। র্তাহার লেখা সাময়িক সংবাদের তুচ্ছতাকে অনেকদুর ছাড়াইয়া মাথা তুলিয়া থাকে। . . ১২ই মার্চের পত্রে সম্পাদক “ভারতবর্ষে যুরোপীয়ু ক্রিমিনাল” নাম দিয়া একটুি উপদেয় প্রবন্ধ লিথিয়াছেন। বৃথা অনুবাদের চেষ্টা না করিয়া ক্রিমিনাল-শব্দটা আমরা বাংলায় গ্রহণ করিতে ইচ্ছা করি।