পাতা:বঙ্গদর্শন নবপর্যায় তৃতীয় খণ্ড.djvu/১১০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় সংখ্যা । ] ভেদজ্ঞান লোপের অর্থই মুক্তি। মানুষ ঘেদিন সৰ্ব্বভূতে ভগবানকে উপলব্ধি করিতে পারে, সেইদিনই ভtহার কৰ্ম্মবন্ধন ছিন্ন ও মুক্তিলাভ হয় । সমাজপদ্ধতিই সে পথ মুক্ত করিয়া রাখিয়াছে । আমরা সকলেই শৈশবে ও বাল্যে বড় স্বার্থপর, বড় আত্মসৰ্ব্বস্ব থাকি । বিবাহ হইলেই পরের ভাবনা আসিয়া পড়ে, অর্থাৎ আমিত্বের সঙ্কোচ হয় । সন্তানাদি হইলে আমিত্বটা আরও কমিয়া যায়। এইরূপে মানুষ উন্নত হইতে উন্নততর হর । সুকুতি থাকিলে, শেষে আত্মামুসুন্ধান ও আত্মনিষ্ঠ বিলুপ্ত হইতেও পারে । তাহাই মুক্তি । এই পুস্তকে সেই বিষয় আলোচিত হইয়াছে । পুস্তকখানির জন্ত যদুবাবুকে শত ধন্যবাদ দিতেছি । সরল ভাষায় লিখিত সদৃযুক্তিপূর্ণ এমন গ্রন্থের অাদর হওয়া সৰ্ব্বথ। বাঞ্ছনায় । পাক-প্রণালী —সম্পূর্ণ। ক্রবিপ্রদাস মুখোপাধ্যায় প্রণী ত । মুল্য ২॥৪আড়াই টাকা । মিষ্টান্ন-পাক । — প্রথম ও দ্বিতীয় ভাগ। শ্রবিপ্রদাস মুখোপাধ্যায় প্রণীত । মুল্য ১২ এক টাকা । আমরা ব্রাহ্মণজাতি—উদরের সহিত সম্পর্কট যে আমাদের খুবই ঘনিষ্ঠ, ইহা চিরপ্রসিদ্ধ এবং সৰ্ব্বজনবিদিত । অতএব এই পুস্তক-দুইখানির আমরা শতমুখে প্রশংসা করিতেছি । পুস্তকের সঙ্গে বি প্রদাসবাবু যদি কিছু-কিছু নমুনা পাঠাইতেন, তাহ হইলে সহস্ৰমুখে প্রশংসা করিতাম । ‘মহাদেবকে দিয়া মহাকবি বলাইয়াছেন-– "শরীরমাদ্যং খলু ধৰ্ম্মসাধনম্।” শরীররক্ষা গ্রন্থ-সমালোচনা । )e ( • করিতে হইলেই জীবধৰ্ম্মানুসারে অাঁহারের প্রয়োজন হয় । আর এমন-সকল উপাদেয় আহাৰ্য্য প্রস্তুত করিবার পদ্ধতি যে পুস্তকে বিবৃত হইয়াছে, তাহাকে যদি আমরা ধৰ্ম্মপুস্তক বলি, তাহা হইলে, ভরসা করি, উৎকট ধৰ্ম্মব্যবসায়ীরা আমাদের জাতি স্মরণ করিয়া অামাদিগকে মার্জন করিবেন। রহস্ত যাউক । বাস্তবিকই পুস্তক-দুইখানি দেখিয়া আমরা বড়ই প্রীত হইয়াছি । ইহাতে নানাবিধ আহার্য্য প্রস্তুত করিবার পদ্ধতি এমন সরলভাবে বিবৃত হইয়াছে যে, রন্ধনবিষয়ে কিছুমাত্র জ্ঞান যাহার অাছে, . সে-ই ইচ্ছানুসারে নানাবিধ উপাদেয় খাদ্য প্রস্তুত করিয়া নিজের ও বন্ধুবান্ধবের তৃপ্তিসাধন করিতে পারিবে । দ্রব্যাদির গুণtগুণ, উৎকৃষ্ট দ্রব্য নিৰ্ব্বাচনের উপায়, পাকশালা, পাকপাত্র, উনান ও জাল সম্বন্ধীয় ব্যবস্থা প্রভৃতি সন্নিবেশিত হওয়ায় পুস্তক-দুইখালি সৰ্ব্বাঙ্গসুন্দর হইয়াছে। পুস্তকের আয়ভন বিবেচনা করিলে মুল্য ও কিছু অধিক নিদ্ধারিত হয় নাই । ভরসা করি, পুস্তকছুইখানির আদর হইবে-অন্তত হওয়৷ উচিত । - রামদাস-গ্রস্থাবলী –প্লথম ভাগ । ঐতিহাসিক রহস্য । ৮ রামদাস সেন প্রণীত । মূল্য ২২ দুই টাকা মাত্র । , . ইতিপূৰ্ব্বে রামদাসবাবুর প্রস্তরনিশি মুৰ্ত্তি প্রতিষ্ঠা করিয়া বহরমপুর তাহার গুণগ্রাহিত ও কৃতজ্ঞতার পরিচয় দিয়াছে। এক্ষণে রামদাসবাবুর পুত্ৰগণ স্বৰ্গীয় পিতার গ্রন্থাবলী প্রকাশ করিতে প্রবৃত্ত হইয়। প্রকৃষ্ট পিতৃভক্তির পরিচয় দিতেছেন, এবং তৎসঙ্গে