এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
বঙ্গদর্শন। ংগ্রাম । سیستمهای او عضریخچه مخصحجسعه আমি যার ভালবাসি সে ছিল এই গারে, বাকী পcথর ভাঙ্গিন পাশে, ভাঙা ঘাটের বায়ে । কে জানে এই গ্রাম, cক জানে এর নাম, ক্ষেতের ধারে মাঠের পারে বনের ঘন ছায়ে ! শুধু মামার হৃদয় জ্ঞান সে ছিল এই গায়ে । বেণুশাখার আড়াল দিয়ে চেয়ে আকাশপানে কত সাঝের চাদ ওঠা সে দেখেছে এইখানে । কত আষাঢ়মাসে ভিক্তে মাটির বাসে বাদল। হাওয়া বরে গেছে তাদের র্কাচ ধানে । সে সব ঘনঘটার দিনে সে ছিল এইখানে । এই দীঘি, ঐ জামের বাগান, ঐ যে শিবালয়, এই আঙিন ডাক্-নামে তার জানে পরিচয় । এই পুকুরে তারি সাতার-কাটা বারি ; স্বাটের পথ-রেখা তারি চরণ-লেখাময় । ই এই গায়ে সে ছিল কে সেই জানে পণ্ডুি l