* তৃতীয় সংখ্যা। ] নৌকাডুবি । ১২১ নাটকের অভাবে, মৃচ্ছকটিকে বসস্তসেনার বিবাহের কথা দ্বারা, ঐ গ্রন্থের সময়নির্ণয় হয় না । যখন অঙ্গ প্রমাণের বলে মুচ্ছকটিকের কাল নিরূপিত হয়, তখন ঐপ্রকার লোকব্যবহার তৎসময়ে প্রচলিত ছিল বলিয়া সিদ্ধান্ত করিবার সুবিধা ছয় মাত্র । - সত্য নিৰ্দ্ধারিত হউক । যে সকল কারণে মৃচ্ছকটিক ৭ম শতাব্দীর গ্রন্থ বলিয়া মনে হইয়াছে, তাহ লিখিলাম । অামার সিদ্ধান্ত ভ্রমণ স্থাক বলিয়া প্রমাণিত হইলে আমি কিছুমাত্র ছঃখিত হইব না ; বরং যথার্থ তত্ত্ব নিরূপিত হইলে প্রভূত আনন্দ লাভ করিব । ঐবিজয়চন্দ্র মজুমদার । নৌকাডুবি SAASA SAASAAAS বালিকা মে রমেশের পরিণীত স্ত্রী নহে, এ কথা রমেশ বুঝিল, কিন্তু সে যে কাহার স্ত্রী, তাহা বাহির করা সহজ হইল না । রমেশ তাহাকে কৌশল করিয়া জি জ্ঞাসা করিল, “বিবাহের সময় তুমি আমাকে যখন প্রথম দেখিলে, তখন তোমার কি মনে क्ष्हेटो ?” বালিকা-কহিল, “আমি ত তোমাকে দেখি নাই, আমি চোখ নীচু করিয়া ছিলাম।” রমেশ । তুমি আমার নাম ও नाझे ? বালিক । যেদিন শুনিলাম বিবাহ হইবে, তাহার পরের দিনই বিবাহ হইয়া গেল । °ामान्न नाम आधि छमिह माहे । माम्रैो আমাকে তাড়াতাড়ি বিদায় করিয়া বাচিয়া শুন হন । আমি খুব ছট ছিলাম, জামি উহাকে কেবল জ্বালাতন করিয়াছি । রমেশ । আচ্ছা, তুমি যে লিখিতে-পড়িতে শিথিয়াছ, তোমার নিজের নাম বানান করিয়া লেখ দেখি :-- রমেশ তাহাকে একটু কাগজ, একটা পেন্সিল দিল । সে বলিল, “তা বুঝিআমি আর পারি না । আমার নাম বানান করা খুব সহজ ।”—বলিয়া বড় বড় অক্ষরে নিজের নাম লিখিল শ্ৰীমতী কমল দেবী ৷ ” রমেশ । আচ্ছা, মামার নাম লেখ । কমলা লিখিল, শ্ৰীযুক্ত তারিণীচরণ চট্টোপণধায় । জি জ্ঞাসা হইয়াছে ?” রমেশ কহিল—“না । আচ্ছা, তোমাদের গ্রামের নাম লেখ দেখি ! সে লিখিল, ধোবাপুকুর । এইরূপে নানা উপায়ে অত্যন্ত সাবধানে রমেশ এই বালিকার যেটুকু জীবনবৃত্তান্ত করিল—“কোথাও ভুল
পাতা:বঙ্গদর্শন নবপর্যায় তৃতীয় খণ্ড.djvu/১২৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।