পাতা:বঙ্গদর্শন নবপর্যায় তৃতীয় খণ্ড.djvu/১৩৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় সংখ্যা, । ] ـمستخفض নিয়ামিক শক্তির অভাবে মন শ্লথরশ্মি অশ্বের স্থায় ইতস্তত সঞ্চালিত হইতে থাকে। এইজন্সই স্বপ্নে নানাবিধ অদ্ভুত চিত্রের সমাবেশ দেখিতে পাওয়া যায় । স্বপ্নসকল কিরূপে নিয়মিত হয়, বর্তমান প্রবন্ধে আমরা সংক্ষেপে তাহাই বুঝিতে চেষ্টা করিব। স্বপ্নতত্ত্ববিদগণের মধ্যে প্রসিদ্ধ দার্শনিক সালির ( Sully ) স্থান অতি উচ্চে । যে সকল কারণে স্বপ্নদর্শন ঘটিয়া থাকে, সালি তাহাদিগকে দুইভাগে বিভক্ত করিয়াছেন ৪— প্রাস্তুক্ত কেন্দ্রজ ( central ) । অর্থাৎ অনেক স্বপ্ন বহিরিঞ্জিয়ের উত্তেজনার দ্বারা ( প্রাস্তজ ) এবং অনেক স্বপ্ন জায়বিক যন্ত্র ও মস্তিষ্কের কম্পন ও গতির ( movements ) দ্বারা ( কেন্দ্রজ ) উৎপন্ন হইয়া থাকে। নিদ্রিতাবস্থায় শরীরের বহিঃপ্রদেশে উত্তেজনা হইলে নানাবিধ স্বপ্নের উৎপত্তি হয় । ডাঃ মরে এ সম্বন্ধে অনেক পরীক্ষা করিয়াছেন । কোন ব্যক্তিকে নিদ্রিত করাইয়া তিনি তাহার শরীরে বিভিন্ন প্রকারের উত্তেজনা প্রয়োগ করিতেন ; প্রতি উত্তেজনার পরেই নিদ্রিতকে জাগ্রত করিয়া তাহার স্বপ্ন অবগত হইতেন । ডাঃ গ্রেগরি, পায়ের নিকট উষ্ণজল থাকায়, স্বপ্ন দেখিয়াছিলেন, যেন তিনি ভীষণ এতনার মুখোদগীর্ণ অগ্নিময় পদার্থের উপর ভ্রমণ করিতেছেন । অন্ত এক ব্যক্তি নিদ্রাকালে জাঙ্ক অনাবৃত থাকায় স্বপ্ন দেখিয়াছিলেন যে, তিনি গাড়িতে ভ্ৰমণ করিতেছেন (গাড়িতে বেড়াইবার সময় জাস্থদেশে ঠাও। লাগে ) । ষে সকল উত্তেজনার কথা এস্থলে বলা হইল, তাহ বাহপদার্থকর্তৃক উৎপন্ন । 8 (Peripheral) s স্বপ্নতত্ত্ব । ১৩১ কিন্তু প্রাস্তজ উত্তেজনা বাহপদার্থকর্তৃক উৎপন্ন না হইতেও পারে। মনোবিজ্ঞানবিদগণের মতে বাহ উত্তেজনা ব্যতিরেকেও অনেকসময় স্নায়বিক যন্ত্র উত্তেজিত হয় । নিদ্রাগমের অব্যবহিত পুৰ্ব্বে শরীর যখন তন্দ্রাভরে অবশ হইয়া পড়িতে থাকে, তখন, অনেকে স্মরণ করিতে পারিবেন, নানাপ্রকার দৃপ্ত যেন চক্ষুর সমক্ষে উপনীত হয়। অন্যান্ত ইন্দ্রিয়ের অপেক্ষ চক্ষু: রিক্রিয়ই তখন অধিকতর উত্তেজিত হইয়া উঠে। কারণ জাগ্রদবস্থায় চক্ষুই সকল ইক্লিয়ের অপেক্ষা অধিক ব্যবহৃত হয় এবং অল্পেই। তাহার উত্তেজনা ঘটে । এইজন্তই নিদ্রার অব্যবহিত পূৰ্ব্বে এবং স্বপ্তাবস্থায় নানাবিধ “দৃগু”-দর্শন ঘটিয়া থাকে। অতএব বাহ উত্তেজনার অভাবে ও স্নায়বিক যন্ত্রের প্রান্তদেশ (চক্ষু, কর্ণ ইত্যাদি ) উত্তেজিত হইতে পারে । নিদ্রাকালে শরীরস্থ পেশীসমূহের বিশেষ বিশেষ অবস্থাবশত অনেক প্রান্তজ উত্তেজনার স্বষ্টি হয় এবং তৎকর্তৃক অনেক স্বপ্ন নিয়ন্ত্রিত হইয়া থাকে । নিদ্রিতাবস্থায় অঙ্গসঞ্চালন এবং শরীরের সুখকর অথবা অসুখকর সংস্থানহেতু শারীরিক শ্রমের স্বপ্ন উৎপন্ন হয় । অর্থাৎ নিদ্রিত ব্যক্তি অনেক শ্রমসাপেক্ষ কাৰ্য্য সম্পন্ন করিতেছেন, এইরূপ স্বপ্ন দেখেন । শরীরযন্ত্রের বিশেষ বিশেষ অবস্থা অনেক প্রাস্তজ উত্তেজনার স্বষ্টি করে এবং এই সকল উত্তেজনা হইতে বিভিন্ন স্বপ্নের উৎপত্তি হয়। ক্ষুধাৰ্ত্ত ব্যক্তি তৃপ্তিকর ভোজের স্বপ্ন দেখে। পাকস্থলীর অবস্থাবিশেষে এই স্বপ্ন উৎপন্ন হয় । স্বপ্নের সহিত শরীরযন্ত্রের ঘনিষ্ঠ সম্বন্ধ