পাতা:বঙ্গদর্শন নবপর্যায় তৃতীয় খণ্ড.djvu/১৩৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৩২ থাকায়, রোগীর স্বপ্ন অনেক সময়ে রোগনির্ণয়ে সহায়তা করে । কেন্দ্রজ উত্তেজন দুইপ্রকার –নিরপেক্ষ (direct) os sitcoio ( indirect) নিরপেক্ষ কেন্দ্রজ উত্তেজনার দ্বারা যে সকল স্বপ্ন উৎপাদিত হয়, তাহ বহিরিন্দ্রিয়ের উত্তেজনার অপেক্ষা করে না। এই সকল স্বপ্ন মস্তিষ্কের স্বপ্রবর্তিত ( automatic ) ক্রিয়ার ফল। কখন কখন বহুকালবিস্তৃত লোক বা ঘটনা স্বপ্নযোগে দৃষ্ট হইয়া থাকে। ইহাই নিরপেক্ষ উত্তেজনার দৃষ্টান্ত। স্বায়বিক যন্ত্র মস্তিষ্ক ও বাহপদার্থের মধ্যে সংযোগসাধন করে,—বাহবন্তু স্নায়বিক যন্ত্রকে উত্তেজিত করে, স্নায়বিক যন্ত্র উত্তেজিত হইয়া বাহ্যপদার্থের জ্ঞান হয় । স্নায়বিক যন্ত্রের স্বভাব এই, একবার উত্তেজিত হইলে সে উত্তেজনাশাস্তির পরে অনেকদিন পর্য্যন্ত সময়বিশেষে বাহ বস্তু ব্যতিরেকেও একই ভাবে পুনরায় উত্তেজিত হইতে চাহে । দিনের বেলায় একটি জিনিস দেখিলাম । উক্ত জিনিসটি আমার নয়নস্থ স্নায়ু ও তন্মধ্যস্থ কোষসমূহকে উত্তেজিত করিল। কিছুক্ষণ পরে উক্ত উত্তেজনার শান্তি হইল । কিন্তু স্বায়বিকযগ্রস্থ যে সকল কোষ ( cells ) উত্তেজিত হইল, কিছুদিন পর্য্যন্ত তাহাদিগের আপনিই উত্তেজিত হইবার দিকে কোক ( tendency ) থাকে। রাত্রিতে যখন _ কোন প্রতিবন্ধক থাকে না, তখন তাহারা উত্তে জিত হইয়। উক্ত পদার্থটির স্বপ্ন উৎপন্ন করে । দুইটি পদার্থ একই সময়ে অথবা উপযু - পরি আমাদের গোচর হইলে, উভয়ের ভিতর বঙ্গদর্শন । [ ৩য় রর্ষ, আষাঢ় । এক ঘনিষ্ঠ সম্বন্ধ স্থাপিত হয়। একটি পদার্থ ইঞ্জিয়গোচর হইবামাত্র দ্বিতীয়টির স্মরণ হইতে থাকে । মেঘ এবং বৃষ্টি, একটি অপরটিকে স্মরণ করাইয়া দেয়। ফুলের রূপ ও গন্ধ এই ভাবে সস্বদ্ধ । এতদুভয়ের মধ্যে এরূপ সাহচৰ্য্য যে, দুরে একটি পরিচিত পুপ দেখিলে, তাহার গন্ধ আমাদের নাসিকণয় না পহুছিলেও, সেই গন্ধের কথা আমাদের মনে পড়ে। আবার পুষ্পটি আমাদের নয়নপথে পতিত না হইলেও, গন্ধ পাইবামাত্র তাহার আকৃতি আমাদের মনশ্চক্ষুর সমীপে উপস্থিত হয় । এই একত্ৰাক্ষভাবজনিত #q=&o statofoi (association of ideas ) বলে । মনে যেমন ভাবসমূহের ভিতর পরস্পরানুবন্ধিত স্থাপিত হয়, ভিন্ন ভিন্ন স্নায়বিক প্রদেশের ভিতরও ঐরূপ সম্বন্ধ স্থাপিত হয় । এক প্রদেশের উত্তেজন হইলে অমনি অন্তপ্রদেশের উত্তেজনাও তৎসঙ্গেই হইয়া থাকে । পদার্থের বিভিন্নগুণকর্তৃক বিভিন্ন স্নায়ুর উত্তেজনা হয় । পদার্থেয় রূপের দ্বারা যে স্বায়ুসমূহ উত্তেজিত হয়, গন্ধের দ্বারা সে স্নায়ু উত্তেজিত হয় না, তজ্জন্ত স্বতন্ত্র স্নায়ু নিযুক্ত আছে। আলোকরশ্মি চক্ষুর স্বায়ুসমুদয়কে উত্তেজিত করে, শব্দতরঙ্গ কর্ণস্থ স্নায়ুসমূহে আঘাত করে । গন্ধান্বভূতির উৎপাদক অণুসমূহ নাসিকাস্থিত স্বায়ুরাজির উত্তেজনা করে । যখন বিভিন্ন গুণ সৰ্ব্বদা একত্রাবস্থান করে এবং একত্র বা উপযুপিরি অনুভূত হয়, তখন সেই অনুভূতিবহ স্নায়ুসমুদরের মধ্যে একটা ঘনিষ্ঠ সম্বন্ধ সংস্থাপিত হইয়া যায়। তন্মধ্যে একটি স্বায়ুর উত্তেজনা হইলে অপর পায়ুসমূহ