পাতা:বঙ্গদর্শন নবপর্যায় তৃতীয় খণ্ড.djvu/১৪২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় সংখ্যা । ] মেঘোদয়ে । S૭ને আকুল চোখের বারি বেয়ে দাড়াও আমার নয়ন ছেয়ে, দাড়াও আমার জন্মজন্মাস্তরে । অমনি করে ঘনিয়ে তুমি এস, অমনি করে তড়িৎহাসি হেস, অমনি করে উড়িয়ে দিয়ে কেশ । অম্নি করে নিবিড় ধারাজলে অমনি করে ঘন তিমিরতলে আমায় তুমি কর নিরুদ্দেশ ! ওগো তোমার দরশ লাগি, ওগো তোমার পরশ মাগি, গুমরে মোর হিয়া ! রহি রহি পরাণ ব্যেপে আগুনরেখা কেঁপে কেঁপে যায় গে। ঝলকিয়া ! আমার চিত্ত-আকাশ জুড়ে বলণকাদল যাচ্চে উড়ে জানিনে কোন দুর সমুদ্রপারে । সজলবায়ু উদাস ছুটে, কোথায় গিয়ে কেদে উঠে পথবিহীন গহন অন্ধকারে ! ওগে। তোমার অীন খেয়ার তরী, তোমার সাথে যাব অকুল’পরি, যাব সকল বাধন-বাধা-খোলা । ঝড়ের বেলা তোমার স্মিতহাসি লাগবে আমার সর্বদেহে আসি, তরাস-সাথে হরষ দিবে দোলা ! ঐ যেখানে ঈশানকোণে তড়িৎ হানে ক্ষণে ক্ষণে বিজন উপকূলে,